For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

Published : Wednesday, 20 September, 2023 at 5:52 PM Count : 275


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারের গুদামে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই। বুধবার দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেছেন, এই এলাকায় ফায়ার সার্ভিস স্থাপনের ফলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো। এলাকার বাড়ি-ঘরে আগুন লেগে বিভিন্ন জানমালের ব্যাপক ক্ষতি হতো। আশা করি ফায়ার সার্ভিস স্থাপনের ফলে আর তা হবে না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের নিরাপত্তার জন্য যা কিছু দরকার সবই করছেন। তিনি ভবিষ্যতেও জীবনবাজি রেখে দেশে ও জনগনের জন্য সব কিছুই করবেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তাও প্রদান করেছেন। বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের শ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই। বুধবার দুপুরে নওগাঁর পোরশা সরাইগাছি মোড়ে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ আউশের ব্যাপক চাষ হয়েছে।
যে কারণে চাল আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্য বান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। তাছাড়া আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোন অভাব নেই বলেও জানান খাদ্যমন্ত্রী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, পোরশা উপজেলা পরিষদ  চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও সালমা আক্তার। 

এতে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপা: ও মেইন) লেঃ কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এসজিসি, পিএসসি। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পোরশার কর্মকর্তাগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার মশিদপুর স্কুল ভবনের উদ্বোধন ও বিকালে ছাওড় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদেন। 

এর আগে সাপাহার উপজেলায় আরও একটি  নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

এমআর/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,