For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মৌলভীবাজারে মজুরি বকেয়া রাখায় ঠিকাদারকে হত্যা

Published : Saturday, 16 September, 2023 at 9:07 PM Count : 290

মজুরি বকেয়া রাখার অন্তোষে ঠিকাদার মো: সিরাজুল ইসলাম সিরাজ (২৮)কে হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন, রাজনগর উপজেলার শ্যামেরকোনা গ্রামের আব্দুল্লাহর ছেলে আব্দুল মুমিন (২৩) ও মানিক মিয়ার ছেলে জাহির মিয়া (২১)।

সংবাদ সম্মেলনে ওসি বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে জয়নাল মিয়ার ছেলে মাহিন আহমদ তাদের বসত বাড়িতে একটি মৃত দেহ পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মৃত দেহ উদ্ধার করে।
তদন্তকালে জানা যায়, মৃত সিরাজুল ইসলাম রাজমিস্ত্রীর ঠিকাদার। গত ১ বছর যাবত সদর উপজেলার নাজিরাবাদ ইউপির ছিকরাইল গ্ৰামের মাহিন আহমদের বসত বাড়িতে পাকা বিল্ডিং এর বসত ঘর নির্মাণ কাজ শ্রমিকদের মাধ্যমে করান। গত দেড় মাস পূর্বে নির্মান কাজের জন্য শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়া সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে নিয়োগ করেন। বেশ কয়েকদিন যাবত শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়াসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন বিবাদীর কাজের মজুরী নিয়ে মৃত সিরাজুল ইসলাম এর সাথে কথা কাটাকাটি হয়। তারই সূত্রধরে শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়াসহ অজ্ঞাতরা মিলে মৃত সিরাজুল ইসলাম এর মাথায়, ডান গালে, ডান চোখের ভ্রুর উপর, উভয় ঠোঁটের ডান পাশে, থুথুনীর ডান পাশে এবং নাকের অগ্রভাগে কাটা জখম করে হত্যা করে। 

ওসি আরও জানান, পরবর্তীতে মৃত সিরাজুল ইসলাম (২৮) এর ছোট ভাই নুরুল ইসলাম (১৯) উল্লেখিত ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে মৌলভীবার সদর মডেল থানায় খুন মামলা হলে মামলার তদন্তভার এসআই (নিঃ) আবুল কালাম চৌধুরী এর উপর করা হয়। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত দা, লোহার রড, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। 

এসএস/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,