For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সুন্দরবনে দেখা মিলছে শিয়ালের, হরিণের জন্য শঙ্কা

Published : Thursday, 14 September, 2023 at 3:45 PM Count : 439

হঠাৎ করে শিয়ালের উপদ্রব বেড়েছে পূর্ব সুন্দরবনেবাগেরহাটেশরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায়। শিয়ালের তাড়ণায় পর্যটন কেন্দ্রটিতে অবাধে বিচরণ করতে পারছে না হরিণ। এখনই শিয়াল দমন করা না গেলে অদূর ভবিষ্যতে শিয়াল হরিণের জন্য শঙ্কার কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিত চৌধুরী জানান, গত কিছুদিন ধরে কটকা অভয়ারণ্য কেন্দ্রে হঠাৎ শিয়ালের উপদ্রব দেখা দিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় শিয়ালের অসহনীয় ডাকাডাকি শুরু হয়ে যায়। শিয়াল প্রতিনিয়ত হরিণ মারে, বিশেষ করে বাচ্চা হরিণ শিয়ালের কামড়ে মারা পড়ছে বেশি। কটকায় আগত পর্যটকরা খুব কাছ থেকে নির্ভয়ে ঘোরাফেরা করা হরিণ দেখে পুলকিত হন, কেউ কেউ কটকা ফরেস্ট অফিস চত্বরসহ আশপাশে গাছের ডাল ভেঙে নিজের হাতে বনের হরিণকে পাতা খাইয়ে থাকেন। শিয়ালের তাড়ণায় পর্যটন কেন্দ্র কটকায় অবাধ বিচরণ করতে পারছে না হরিণ। অতীতে সুন্দরবনে কেউ শিয়াল দেখেনি। এখন কটকায় ২০-২৫টি শিয়াল রয়েছে।

শরণখোলা রেঞ্জের সাবেক রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, 'তিনি দীর্ঘ চাকরি জীবনে সুন্দরবনে শিয়ালের কোনো অস্তিত্ব পাননি।'

কটকায় শিয়ালের উপদ্রবের খবর জেনে হতবাক হয়ে তিনি বলেন, 'শিয়াল হরিণের বংশ বিস্তারে হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে।'
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ (ওয়াইল্ড লাইফ) খুলনার সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মদিনুল আহসান বলেন, 'সুন্দরবনে শিয়াল থাকার কথা নয়। লোকালয়ের কাছে থাকা সুন্দরবনে দুই-একটি শিয়াল থাকলেও থাকতে পারে। কিন্তু কটকাসহ গভীর সুন্দরবনে শিয়াল থাকার খবর তিনি কখনো শোনেননি। 

বন্যপ্রাণী নিয়ে কাজ করা কুমির বিশেষজ্ঞ আদনান আজাদ বলেন, 'তিনি স্বচক্ষে কটকায় বাঘের মেরে রাখা বড় আকারের হরিণ শিয়ালকে খেতে দেখেছি।'

বন বিভাগ খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, 'কটকায় শিয়ালের খবর প্রথমবারের মতো শুনলাম। স্বাভাবিক ভাবে সুন্দরবনের গভীরে শিয়াল থাকার কথা নয়। কটকায় শিয়ালের সংখ্যা বেড়ে গেলে ভবিষ্যতে তা হরিণ বৃদ্ধির ক্ষেত্রে শঙ্কার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে করণীয় নির্ধারণ করা হবে।

-জেইউ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,