For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রামগতিতে জোড়া খুন

Published : Wednesday, 13 September, 2023 at 10:57 PM Count : 375

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদামে সাবেক স্বামীর হাতে স্ত্রী এবং শ্বশুর খুন হয়েছেন। নিহতরা হচ্ছেন স্ত্রী রাশেদা বেগম (২৮) এবং শ্বশুর বাদশা আলম (৫৫)।

বুধবার সন্ধ্যা সাতটার সময় উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম চরকলাকোপা গ্রামের আবুল বাসারের বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ঘটনায় শ্বাশুড়ি আংকরি বেগম (৫০), বাদশা আলমের মা আমেনা বেগম (৭০) আহত হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাশেদা বেগমের চার বছর আগে নরসিংদী জেলার মো: জয়নালের ছেলে মো: সুমন (৩২) এর সাথে বিয়ে হয়। রাশেদা বেগম চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাদের ঘরে জাহিদ নামের দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। সন্তান হওয়ার পর থেকেই সুমন নেশাগ্রস্ত হয়ে পড়ে। মাদকাসক্ত সুমনকে গত বছর তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন রাশেদা।

জানা যায়, মো: সুমন স্ত্রীর আয়ের টাকায় নেশা করতেন। নেশার টাকা না দিলে স্ত্রীকে এর আগেও কয়েকবার হত্যার চেষ্টা করেছেন। গত মাসে পারবাবিরকভাবে একই এলাকার মো: কাদের এর সাথে রাশেদা বেগমের দ্বিতীয় বিয়ে হয়।
সাবেক স্ত্রী রাশেদা বেগমের দ্বিতীয় বিয়ের খবর শুনে আজ বুধবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে এসে ছুরি দিয়ে রাশেদা বেগম এবং বাদশা আলমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। শ্বাশুড়ি আংকরি বেগম এগিয়ে এলে তাকেও চুরিকাঘাত করে সুমন। চুরিকাঘাতে ঘটনাস্থলেই রাশদা এবং বাদশা আলম নিহত হন। আহতদের চিৎকারে এলাকাবাসী ছুটি এলে কৌশলে পালিয়ে যায় সুমন।

স্থানীয় আকবর হোসেন নামের একজন ৯৯৯ কল দিলে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশ কিংবা স্থানীয় কেউই সুমনের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পারেন নি।

ঘটনাস্থালে উপস্থিত সহকারী পুলিশ সুপার  (রামগতি-কমলনগর সার্কেল) সাইফুল আলম চৌধুরী জানান, খরব পেয়ে আমি স্থানীয় থানার ওসি মো: সাইফুদ্দিন আনোয়ারসহ ঘটনাস্থলে উপস্থিত হই। নিহতদের লাশ সুরতহালসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। খুনিকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরএমবি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,