For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মৌলভীবাজারে সুফলভোগীদের মাঝে মুরগির ঘর, গরু, ছাগল ও হাঁস বিতরণ

Published : Thursday, 7 September, 2023 at 4:11 PM Count : 1044


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এর সুফলভোগীদের মাঝে অনুদান হিসাবে গরু এবং গরুর ঘর নির্মাণ সামগ্রী, হাঁস, মুরগির ঘর ও ছাগল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাগরদিঘী রোডস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কৰ্ণ চন্দ্র মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ড. মো: আব্দুস শহীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, সুফলভোগীদের মাঝে ৬৯ টি ষাঁড় বিতরণ, গরুর ঘর নির্মাণের জন্য ৬৯ জনের প্রত্যেককে ৪টি আরসিসি পিলার, ৫টি টিন ও ১৬০টি ইট প্রদান করা হয়। ২০ টা করে ৩৪৫ জনকে হাঁস এবং ২০ টা করে ৩৪৫ জনকে মুরগী দেওয়া হয়।  ৬৯০ টি হাঁস-মুরগীর ঘর বিতরণ করা হয়। পাশাপাশি ২০০টি ছাগল বিতরণ করা হয়।


আরএ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,