For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ইজিবাইক চুরির অপরাধে ২ চোর আটক

Published : Tuesday, 5 September, 2023 at 5:52 PM Count : 584

ময়মনসিংহেহালুয়াঘাটে চেতনানাশক ছিটিয়ে ইজিবাইক চুরির অপরাধে দুই চোরকে আটক করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের ভালুকাকুড়া বাজারের পল্লী চিকিৎসক কবির হোসেনের ঔষধের দোকান সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাদারীপুরের শিবচর থানার বাচামারা চর পবন হাজিরকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৪০) ও ময়মনসিংহের ফুলপুর থানার রামসোনা গ্রামের সায়েদুর (২৫)।

জানা যায়, গাবরাখালী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইজিবাইকচালক ফরহাদ মিয়া প্রতিদিনের ন্যায় যাত্রী ভাড়ার জন্য নিজ বাড়ি থেকে সকালে অটোইজিবাইক নিয়ে বের হয়। গাবরাখালী পার্কের মোড় থেকে সন্ধ্যার দিকে আটককৃত ব্যক্তিরা ২০০ টাকা ভাড়ায় হালুয়াঘাট বাজারে আসার জন্য রিজার্ভ নেয়। পরে রাত আনুমানিক ৮টার দিকে কাতলমারী জৈনক শামছুল হুদার বাড়ির পাশে রাস্তার ছোট ব্রিজের উপর গাড়ি থামিয়ে চালক ফরহাদ মিয়ার নাকে মুখে চেতনানাশক ছিটিয়ে দিলে ফরহাদ মিয়া অর্ধ অচেতন হয়ে পড়ে। 

পরে চোরের দল কৌশলে অটোচালককে নামিয়ে দ্রুতগতিতে হালুয়াঘাটের দিকে ইজিবাইকটি নিয়ে যাবার পথে ফরহাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে। চোরের দল ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভালুকাকুড়া বাজারের পল্লী চিকিৎসক কবির হোসেনের ঔষধের দোকানে দুর্ঘটনায় পতিত হয়।
এ সময় স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে দুর্ঘটনাস্থল থেকে আহত চোরদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ফরহাদের বাবা জয়নাল আবেদীন বাদি হয়ে হালুয়াঘাট থানায় উল্লেখিত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় জানান, ইজিবাইক চুরির অপরাধে দু'জনকে আটক করা হয়। ইজিবাইকটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

-জেসি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,