For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মুন্সীগঞ্জ-১

মাঠে ময়দানে বিএনপি, দলীয় কোন্দল তীব্র

Published : Thursday, 31 August, 2023 at 6:47 PM Count : 1016

শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকা। ২০০৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে আসনটি বিএনপির হাতছাড়া হয়। প্রশ্নবিদ্ধ নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমানে বিকল্পধারার দখলে রয়েছে। যদিও এই আসনে বিকল্পধারা নামক দলটির সাংগঠনিক অবস্থান নেই বললেই চলে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলে এখানে প্রধান প্রতিদ্বন্দ্বি দল হবে বিএনপি। 

নিয়ন্ত্রিণহীনভাবে চাল, ডাল, তেল, ডিম, মাংসসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, প্রসাধনী সামগ্রী, ওষুধসহ সবধরণের পন্য জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে বলে সচেতন মহলের দাবি। 

এমনিতেই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত মুন্সীগঞ্জ। ২০০৮ সালের পর প্রশ্নবিদ্ধ দুইটি জাতীয় নির্বাচনে এই জেলার শাসন করছেন আওয়ামী লীগ।     
এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠে ময়দানে রয়েছে বিএনপি। স্থানীয় ও জাতীয় কর্মসূচি পালনে বাঁধা, হামলা-মামলাসহ নানা প্রতিকূলতা পেরিয়ে রাজপথে এখনকার বিএনপি। আবার এই আসনের বিএনপি নানাভাবে দ্বিধাবিভক্ত। অতীতে এমন নজিরবিহীন গ্রুপিং চোখে দেখেনি এই আসনের বিএনপির কর্মী-সমর্থকেরা। এক ব্যবসায়ীর দলীয় বিরোধী কার্যকলাপের কারণ বলে এই আসনের নেতাকর্মীদের দাবি। 

এই দুইটি উপজেলায় চার গ্রুপে বিভক্ত হয়ে বিএনপি তাদের দলীয় কর্মসূচিগুলো পালন করে চলেছেন।
 
তৃণমূলের নেতাকর্মীরা জানান, শেখ আব্দুল্লাহ নামে এক শিল্পপতি দলে ভিড়ে কেন্দ্রকে ম্যানেজ করে কমিটি-পাল্টা কমিটি আনায় সেখানে ভয়াবহ বিরোধ চলছে। শেখ আব্দুল্লাহর ছোট ভাই শেখ আমজাদ হোসাইন আল মুসলিম গ্রুপের পরিচালক ও সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে আমজাদ হোসাইন শেখর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দুইভাই দুই দলে-এই রকম পরিস্থিতিতে বিব্রতর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এদিকে, শেখ আব্দুল্লাহ সিরাজদিখান বিএনপির স্বঘোষিত আহবায়ক হয়েও স্থানীয় বিএনপির কোন কর্মকান্ডে তার কোন অংশগ্রহণ না থাকায় এবং তার ভাই আওয়ামী লীগ হওয়ায় আব্দুল্লাহকে মেনে নিতে পারেনি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 

শুধু তাই নয়, আগামী জাতীয় নির্বাচনে আবদুল্লাহ মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম শোনা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকার শ্রীনগর উপজেলা বিএনপিকেও শেখ আব্দুল্লাহ দ্বিধা-বিভক্ত করে ফেলেছে বলে স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ। 

ওদিকে, শেখ আব্দুল্লাহর নেতৃত্বে শ্রীনগর উপজেলা বিএনপির কমিটি আনা হয়েছে বলে অভিযোগ।  এছাড়া হামলা-মামলা ভয়ে তিনি কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির কর্মসূচিগুলোতে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ। 

তবে, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মমিন আলী ও তার সময়কার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন বলে নেতাদের দাবি। 

মো. মমিন আলী ২০০৪ সালে মুন্সীগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মো. মমিন আলী ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবং কোলাপাড়া ইউনিয়ন পরিষদের টানা তিনবার চেয়ারম্যান। আগামী নির্বাচনে তিনি এই আসনের একজন শক্ত প্রার্থী। 

এদিকে, গত বছরের ৭ ফেব্রুয়ারি আব্দুল কুদ্দুস ধীরেনকে আহবায়ক ও আলী আনসার মোল্লাকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক কমিটি দেয় জেলা বিএনপি। এরপর একই বছরের ৩০ মার্চ সদস্য সচিবছাড়া শেখ আব্দুল্লাহ নিজে আহবায়ক হয়ে ৫১ সদস্যে’র একটি কমিটি আনে কেন্দ্র থেকে। এরপর ২০২২ সালের ২২ জুলাই হায়দার আলী নামে একজনকে সদস্য সচিব করে আব্দুল্লাহ। 

শেখ আব্দুল্লাহকে ছাড় না দিতে আগামী নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদিখান থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেনও মনোনয়ন চাইবেন বলে তিনি জানিয়েছেন। 

এছাড়াও প্রার্থী তালিকায় রয়েছেন, ঢাকা কলেজের সাবেক ভিপি, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,