For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ'

Published : Wednesday, 30 August, 2023 at 9:49 PM Count : 177

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এ দেশের মানুষ সব ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।'

বুধবার বিকেলে সুনামগঞ্জেশান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের রাধামাধব জিউর ঝুলনযাত্রা মহোৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীন ভাবে পালন করে আসছেন। তবে কিছু স্বার্থন্বেষী মহল আছে যারা নিজের স্বার্থের জন্য ধর্মে ধর্মে বিরোধ লাগায়। এদেরকে প্রতিহত করা সবার দায়িত্ব।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটো কাজ করেন। একটি মনের ভেতরে এবং অপরটি মনের বাইরে। আমরা আমাদের জাতীয়তাবোধকে সম্মান করি। মানুষের কল্যাণের জন্য যা প্রয়োজন সব করছি৷ সুতরাং কোন ভীতি নেই। শেখ হাসিনা যতদিন আছেন ভয় নেই৷ বাঙালি হিসেবে আমরা সবাই এক। জয় বাংলা আমাদের সার্বজনীন স্লোগান৷ এখানে কোনো মতবিরোধ নেই৷'
মন্ত্রী বলেন, 'কিছু লোক আছে নির্বাচন এলেই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। তারা নিজের স্বার্থের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেরকে দমন করতে হবে৷ যত সমস্যা আছে সব সমাধান করবেন শেখ হাসিনা৷ যেখানে মানুষ সেখানে শেখ হাসিনা। যেখানে গরীব মানুষ সেখানে আব্দুল মান্নান৷ আমরা চাই মানুষ যাতে শান্তিতে থাকে৷ কেউ যাতে কষ্ট না পায়।'

সে সময় উপস্থিত ছিলেন সার্কেল এসপি শুভাশিস ধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়েজুর রহমান, হবিগঞ্জ ইসকনের অধ্যক্ষ ঔদার্য গৌর দাস ব্রক্ষচারীসহ আরও অনেকে।

-এসএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,