For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

পিআইবিতে গোপালগঞ্জের সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপ্ত

Published : Sunday, 27 August, 2023 at 9:41 PM Count : 487

গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

রোববার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার।

গত শুক্রবার (২৫ অগাস্ট) সকালে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। এতে অংশগ্রহণ করেন গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিক।

কর্মশালায় সাংবাদিকদের তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে মোবাইল সাংবাদিকতার নানা দিক হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।
পিআইবি'র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, এখন মোবাইল সাংবাদিকতা শুরু হয়েছে। সাংবাদিকতার মান উন্নয়নের জন্য এ মোবাইল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু প্রশিক্ষণ দিলে হবেনা। আপনারা ঘুমিয়ে থাকলে চলবেনা। এ পেশাকে মানুষের দৌড়গোঁড়ায় পৌঁছে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে লেখার গুনগত মান বাড়ানো।

তিনি বলেন, আমাদের দেশের প্রিন্ট মিডিয়ায় বর্তমানে ধ্বস নেমেছে। এ অবস্থার সৃষ্টি হয়েছে বৈশ্বিক মহামারি করোনার কারণে। পূর্বে বাস স্টেশন ও বিভিন্ন স্থানের স্টলগুলোতে পত্রিকার পাঠক ছিল, এখন অনেক কমে গেছে। বিগত দিনে বিভিন্ন বাসা-বাড়িতে পত্রিকার পাঠকরা পত্রিকা রাখত, এখন তারা সেই করোনার সময় থেকে পত্রিকা রাখা বন্ধ করে দেওয়ায় আমাদের পত্রিকার পাঠক দিন দিন কমে যাচ্ছে। রিপোর্টে যে বড় বড় আকারের হেডিং দেওয়া হয়, আবার তাতে অনেক বড় ভুলও থাকে। মান সম্পন্ন হেডিং রিপোর্টের মেকাপ করেন না। বড় বড় হেডিং না দিয়ে সাব হেডিং দেয়া প্রয়োজন। দুর্বল রিপোর্টে বড় করে হেডিং দিয়ে ছেপে দেওয়ার প্রয়োজন নেই।

প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদ উল্লা খন্দকার বলেন, আমাদের দক্ষতা অর্জনের দিকে নজর দিতে হবে। মোবাইল সাংবাদিকতা সংবাদের মৌলিক বিষয়কে অস্বীকার করে না। তবে এটি সংবাদের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই নতুন পথে বাধার সঙ্গে অপার সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, সাংবাদিকদের তথ্য এবং নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। আমরা গতানুগতিক ধারার বাইরে গণমাধ্যম এবং সংবাদে আকর্ষিত হতে পারছি না। এটি আমাদের জাতীয় সংকট। সাংবাদিকদের আরও বেশি দক্ষ এবং প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন ঘটাতে হবে। পিআইবি সর্বদা সংবাদের যত্নে সাংবাদিকদের জ্ঞানার্জনের সুযোগ দিয়ে থাকে।

কর্মশালা শেষে সাংবাদিকদের সার্টিফিকেট/সনদ প্রদান করা হয়।

-এটি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,