For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

'ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে'

Published : Sunday, 27 August, 2023 at 8:52 PM Count : 293

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস ও দুর্নীতিবাজরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকলকে সতর্ক থাকতে হবে।'

রোববার সকালে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত ও মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

সংসদ সদস্য বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একদিকে যেমন কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন তেমনি জনকল্যাণমূলক কাজ করে মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, 'দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে দেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করছে। দেশের মানুষ ভালো আছে বলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীর বিচার করে এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কে এম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, আব্দুল মান্নান গাজী, জি এম আব্দুস সালাম কেরু, শাহজাদা মো. আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান কমলেশ মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মৌলুদা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল হুদা, এসআই মোস্তাফিজুর রহমান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমান, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, শিক্ষক রহমত আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রেস ক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ ও যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম। 

সভায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের যানবাহন অপসারণ, সড়কে বাস রাখা বন্ধ, বেপরোয়া বাস চলাচল, রাস্তার উপর খাবার তৈরী, ব্যবসার আড়ালে মাদক বিক্রি, সরকারি খাল অবমুক্ত ও খনন, জলাবদ্ধতা নিরসন, ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ, হাটের উন্নয়ন, কিশোর গ্যাং এর কর্মকাণ্ড, অনলাইন জুয়া, অপপ্রচার, গুজব, বাল্যবিবাহ ও ঘেরের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

-এএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,