For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

তেঁতুলিয়ায় পর্যটকদের নজর কাড়ছে লাভ পয়েন্ট

Published : Sunday, 4 December, 2022 at 1:26 PM Count : 455

কুয়াশা ও মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা না মিললেও পর্যটকদের উপচে পড়া ভিড় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দর্শনীয় স্থানগুলোতে নানান বয়সী পর্যটকদের পদাচরণে মুখরিত হয়ে উঠেছে দেশের উত্তরের এই ত্রি-সীমান্ত পর্যটন এলাকাটি। শুক্রবার-শনিবার সরকারি ছুটি থাকায়  ছুটি কাটাতে শীত মৌসুমে পাখির মতো মেলা বসছে পর্যটকদের। 

ছুটির দিনগুলোতে পর্যটন স্পট ঐতিহাসিক ডাকবাংলো পিকনিক কর্ণারে পর্যটকের মেলা বসেছে। শতশত পর্যটকের সমাগমে মুখরিত। এসব পর্যটকদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের। রংপুর, দিনাজপুরসহ বেশ কয়েকটি এলাকা থেকে এসেছেন অনেকে বনভোজনে। পরিবার পরিজন ও বন্ধ বান্ধব নিয়ে ঈদের আনন্দে মেতে উঠেছে পর্যটকরা।

পর্যটকরা ঐতিহাসিক জেলা পরিষদ ডাংবাংলো, পিকনিক কর্ণার, ইকো পার্ক, জিরো পয়েন্ট, সমতল চা বাগান, মহানন্দা নদীর চরে ঘুরে ঘুরে দেখছেন। পর্যটকদের এবার নতুন দৃষ্টি কাড়ছে ডাকবাংলোর ‘লাভ পয়েন্ট’। লাভ পয়েন্টে পর্যটকরা দলে দলে গিয়ে বিভিন্ন ধরণের ছবি তুলে ভালোবাসা প্রকাশ করছেন। কেউ কেউ নিজের মনের অব্যক্ত কথাগুলো প্রকাশ করতে লাভ পয়েন্টে ছবি ও ভিডিও করে তা মনের মানুষের ফেসবুক মেসেঞ্জার, হোয়াটঅ্যাপস, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। 

পর্যটকদের বিনোদনের কথা চিন্তা করে তেঁতুলিয়া প্রশাসন ও পরিষদ তেঁতুলিয়ার এই পর্যটন স্পট ডাকবাংলোতে নির্মাণ করেছে নতুন কিছু দর্শনীয় স্থাপত্য। এসব স্থাপনার মধ্যে রয়েছে অপ্রতিরোধ্য জাদুঘর, লাভ পয়েন্ট, ওয়াকওয়ে, শিশুদের খেলাধূলার দোলনাসহ বিভিন্ন কিছু। এসব উপভোগের পাশাপাশি সমতলের চা বাগান, মহানন্দা নদী ও শ্রমিকদের পাথর উত্তোলন, বাংলাবান্ধা জিরোপয়েন্ট, ইমিগ্রেশন চেক পোস্ট, আনন্দ ধারা, আনন্দ গ্রাম, শিশু পার্ক ও এশিয়ান হাইওয়ে সড়কের ধারে ধারে বিভিন্ন স্থাপত্য মুগ্ধ চিত্তে দেখছেন পর্যটকরা।  
এছাড়াও ৭১’র মুক্তাঞ্চল, পৃথু রাজার মহারাজা দীঘি, প্রত্নতত্ব নগরী, রক্স মিউজিয়াম, হিমালয় পার্ক, ডিসি পার্ক, তালমা রাবার ড্যাম, বার আউলিয়া মাজার, শাহী মসজিদ, ইমাম বাড়া, , বিজিবি ক্যান্টিন, বদেশ্বরী মন্দির, , ভীমের জঙ্গল ও ইতিহাস-ঐতিহ্য হিসেবে বাংলার শ্রেষ্ঠ সুলতান হোসেন শাহের হোসেন দিঘীর গড়, মোঘল সেনাপতি মীর জুমলার মীরগড়, ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বখতিয়ার খিলজির রাজনগড় ঘুরে দেখতে পাচ্ছেন। 

পর্যটকদের সাথে কথা বললে তারা জানান, শীতকাল মানেই ভ্রমণের উপযুক্ত সময়। ডিসেম্বর পড়ে গেছে। ছেলে-মেয়েদের পরীক্ষার পর পড়াশোনায় তেমন একটা চাপ নেই। বছরের এ সময়টাতে আমরা স্থান নির্ধারণ করে ভ্রমণে বের হই। এবার তেঁতুলিয়ায় স্ব-পরিবার আবার কেউ স্কুল-কলেজ থেকে বার্ষিক বনভোজনে ছুটে এসেছে। খুব ভালো লাগছে তেঁতুলিয়া ঘুরে। আরও ভালো লাগতো যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। এখানকার পরিবেশ দারুণ। শীতও দারুণ অনুভব করেছি।

ট্যুরিস্ট পুলিশের পঞ্চগড় জোনের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিয়ে আমরা সর্বদাই নিয়োজিত রয়েছি। এমনিতে পঞ্চগড় একটি শান্তিপূর্ণ পর্যটন এলাকা। পর্যটকরা এখানে এসে নির্বিঘ্নে দর্শনীয় স্থান ঘুরে বেড়াবেন। তাদের নিরাপত্তা নিয়ে ট্যুরিস্ট পুলিশ ও মডেল থানা পুলিশসহ প্রশাসন তৎপর রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, প্রতি বছর এই সময়ে প্রচুর পরিমাণে পর্যটকদের সমাগম ঘটে।  আমরা পর্যটকদের তেঁতুলিয়া ডাকবাংলোর বিভিন্ন দর্শনীয় স্থাপনা নির্মাণ করেছি। ওয়াচ টাওয়ার নির্মাণ ও পর্যটকদের বসার জন্য গ্যালারী করা হয়েছে। দর্শণীয় স্থান উপভোগের জন্য যথেষ্ট নিরাপত্তা ও থাকার ব্যবস্থা হিসেবে রেস্ট হাউজ প্রস্তুত রেখেছি। পাশাপাশি পর্যটক সেবা প্রতিষ্ঠানও কাজ করছে।

এসকে/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,