For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

খলনায়ক মুকুল তালুকদার আর নেই

Published : Sunday, 20 November, 2022 at 3:51 PM Count : 148

বাংলাদেশ চলচ্চিত্রের খল অভিনেতা খায়রুন সুন্দরী খ্যাত শহীদ উল্লাহ তালুকদার মুকুল ওরফে মুকুল তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

রোববার ভোরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের মধ্যবাজারস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শহীদ উল্লাহ তালুকদার মুকুল রোববার ভোরে প্রাতভ্রমণ শেষে বাসায় ফিরেন। এ সময় বাসায় কোনো লোকজন ছিল না। এর কিছুক্ষণ পর খোলা দরজা দিয়ে বাসার এক ভাড়াটিয়া মুকুল তালুকদারকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লোকজন এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ছেলে নৌবাহিনী অফিসার নাফিস, এক মেয়ে সারা, ছোট বোন পুলিশ সুপার ফাহিতা ইয়াসমিন ডলি, ছোট ভাই এলজিআরডি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বকুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রসঙ্গত, মুকুল তালুকদার খায়রুন সুন্দরী সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। এর পর প্রায় ২০টির মতো ছবিতে খল চরিত্রে অভিনয় করেন। এ ছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের টানা দুবার চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পার্শ্ববর্তী উপজেলা ঝিনাইগাতী আদর্শ ডিগ্রী কলেজে শিক্ষকতাও করেছেন। এক সময়ের ফুটবলার এ তারকা নিজ এলাকায় বিভিন্ন অঙ্গনে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুত ক্রীড়া, সাংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। 
এমএস/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,