মৃণাল সেনের বায়োপিকে চঞ্চল চৌধুরী
Published : Friday, 30 December, 2022 at 10:15 PM Count : 483
প্রয়াত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ নির্মাণ করবেন সৃজিত মুখার্জি। যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
শুক্রবার মৃণাল সেনের মৃত্যুবার্ষিকী; একইসঙ্গে বছরের শেষ লগ্ন। দিনটিতেই সৃজিত জানালেন, বায়োপিকটিতে চঞ্চল চৌধুরীর অভিনয়ের কথা। জানালেন, এক সপ্তাহ আগে মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে চূড়ান্ত করার কথা।
এই চরিত্রের জন্য চঞ্চল চৌধুরীকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সৃজিত মুখার্জি বলেন, প্রথমত দু’জনের মুখের মিল আছে, সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তাছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। এটাও কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা রয়েছে।
এ সিনেমায় মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন বেশি থাকবে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত কলকাতা ট্রিলজি সিনেমার অনেকটা জুড়ে থাকবে। সিনেমাটিতে মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তীও রয়েছেন।
এই কাজে সৃজিতকে সাহায্য করেছেন মৃণাল সেনের পুত্র কুণাল সেন। যাকে মৃণাল ‘বন্ধু’ বলে সম্বোধন করতেন। কুণাল সৃজিতকে সিনেমাটি নির্মাণের অনুমতি দিয়েছেন। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালক।
-এমএ