For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করতোয়ায় নৌকাডুবি: নিহত বেড়ে ৬৬

Published : Tuesday, 27 September, 2022 at 3:40 PM Count : 137

পঞ্চগড়েবোদাকরতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ তে। 

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় এ তথ্য জানান।

তিনি বলেন, এর আগে রোববার নৌকাডুবির পর ২৫ জনের আর সোমবার আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম বলেন, 'সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট নয় জন উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।'

এদিকে, নৌকাডুবির ঘটনায় নিখোঁজের স্বজনরা মঙ্গলবার ভোর থেকেই ঘটনাস্থল করতোয়ার আওলিয়ার ঘাট ও এর আশপাশে নিজ উদ্যোগে তাদের নিখোঁজ স্বজনদের খোঁজ করছেন।

যাদের পরিচয় জানা গেছে তারা হলেন- বোদা উপজেলার মাড়েয়া শালবাড়ী গ্রামের সুচিত্রা রানী (২২), আটোয়ারী উপজেলার ঝর্ণা পাল, শালডাঙ্গা মধ্য শিকারপুর গ্রামের দিপবাবু (২২), মাড়েয়া বটতলী গ্রামের জগদীশ (৩৫), মাড়েয়া আরাজী শিকারপুর গ্রামের কবিতা রানী (৩৩), মাড়েয়া গেদীপাড়া গ্রামের বেজ্য বালা ৫০), পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার দেবীপুর মুজাবনী গ্রামের দীপশিখা রানী, মাড়েয়া শাশবাড়ী গ্রামের সুব্রত (২), বোদা কলেজপাড়ার যতি ম্রিন্ময় রায় (১৫), বোদা উপজেলার পাঁচপীর বংশিধর পুজারী গ্রামের দেন্দা রানী, একই উপজেলার মাড়েয়া কাউয়াখাল গ্রামের সুমিত্রা রানী, চন্দনবাড়ী শিকারপুর প্রধানপাড়া গ্রামের আদরী (৫০), দেবীগঞ্জের লক্ষ্মীরহাট কেকে বাড়ির পুস্পা রানী (৫০), বোদা উপজেলার তেপুকুরিয়া মালুয়াপাড়া গ্রামের প্রতিমা রানী (৫০), পাঁচপীর আবাস ডাঙ্গা গ্রামের সূর্য নাথ বর্মন (১২), দেবীগঞ্জ উপজেলার পামুলিপাড়া গ্রামের হরিকেশর বর্মন (৪৫), খারিজা কাটনহারি গ্রামের নিখিল চন্দ্র বর্মন (৬০), শালাডাঙ্গা তেলীপাড়ার সুশিল চন্দ্র রায় (৬৫), পঞ্চগড় সদরের ধাক্কামারা ঘাটিয়ারপাড়া গ্রামের যুথি রানী (১), বোদা উপজেলার পাঁচপীর বংশিধর পুজারি গ্রামের রাজমহন অধিকারী (৬৫), দেবীগঞ্জের শালডাঙ্গা ছাত্র শিকারপুর হাতিডোবা গ্রামের বুবলি রানী রায় (৩৮), বোদা উপজেলার সাকোয়া ডাঙ্গাপাড়া গ্রামের প্রদীপ রায় (৩০), বেংহারী তেপুকুরিয়া গ্রামের পারুল রানী রায় (৩২) ও দেবীগঞ্জের শালডাঙ্গা ছত্র শিকারপুর গ্রামের প্রতিমা রানী রায় (৩৯)।

করতোয়া নদীর অপর পাড়ে মহালয়া উপলক্ষে প্রতি বছরের ন্যায় বরদ্বেশ্বরী মন্দিরে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। মূলত এই ধর্মসভায় যোগ দিতে নিহতরা নৌকাযোগে অপর পাড়ে যাচ্ছিলেন। গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়।

-এমএ

করতোয়ায় নৌকাডুবি: নিহত বেড়ে ৬২

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,