For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বই-আসপাবপত্র বিক্রির অভিযোগ

Published : Monday, 7 March, 2022 at 10:15 PM Count : 79

সিরাজগঞ্জ সদর উপজেলার ৪২ নম্বর হাট বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা খাতুনের বিরুদ্ধে স্কুলের বই, চেয়ার, টেবিল, ড্রামসেট, খাতাসহ সরকারি আসবাবপত্র বিক্রির অভিযোগ উঠেছে।

সোমবার বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষকের অপসারণ দাবি করেছে স্থানীয়রা।

স্থানীয়রা এবং স্কুল সূত্র জানায়, ৬ মার্চ স্কুল ছুটির পর প্রধান শিক্ষক ববিতা খাতুুন স্কুলে একা ছিলেন। তিনি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ২০০ কেজি বই, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র বিক্রি করে অটোরিকশা ও ভ্যানযোগে পাঠিয়ে দেন। এ সময় এলাকাবাসী দেখে বাধা দিলে শিক্ষক ববিতা খাতুন  তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং কারো কথা শোনেননি। এছাড়া বাড়াবাড়ি করলে এর পরিণাম ভাল হবে না বলে শাসিয়ে দেন।

ওই স্কুলের ছাত্র অভিভাবক শামীম ও নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক ববিতা খাতুন নিয়মিত স্কুলে আসেন না। ক্লাসও ঠিকমতো করান না। তাকে কিছু বলাও যায় না। কিছু বললে হুমকি দিয়ে বলেন, তিনি আমার স্বামী এমপি তানভির শাকিলের (কাজিপুর থেকে নির্বাচিত) বন্ধু। বাড়াবাড়ি করলে পুলিশে ধরিয়ে দেবো। তারা ওই শিক্ষকের অপসারণ দাবি করেন।
হাট বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা খাতুনের কাছে বই ও স্কুলের আসবাবপত্র বিক্রি বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান এবং এ বিষয়ে তিনি আর কথা বলতে রাজি হননি।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ওয়াজেদ আলী বলেন, বইসহ আসবাবপত্র বিক্রির সময় প্রধান শিক্ষকের সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটির কথা এলাকাবাসী আমাকে জানিয়েছে। তিনি (প্রধান শিক্ষক ববিতা খাতুন) নিজের ইচ্ছামতো স্কুলের মালামাল বিক্রি করেছেন। এর চেয়ে বেশি কিছু জানি না।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, ‘বিদ্যালয়ের মালামাল বিক্রি করতে হলে অবশ্যই শিক্ষা অফিসকে জানাতে হবে। নিজের ইচ্ছামতো বিক্রির সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

-এবি/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,