For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রসুলগঞ্জ হাটবাজার ইজারায় অনিয়মের অভিযোগ

Published : Monday, 7 March, 2022 at 10:38 PM Count : 380

লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ হাটবাজার ইজারাদানে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নোটিশ জারি করা হয়েছে। 

আগামী ৯ মার্চ বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ে অনিয়মের বিষয়ে তদন্ত করা হবে জানিয়ে স্থানীয় সরকার বিভাগের লালমনিরহাটের উপপরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
  
জানা গেছে, বিধি মোতাবেক ১৪২৯ বাংলা সনে এক বছর মেয়াদে ইজারা দিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দরপত্র আহবান করে পাটগ্রাম পৌরসভার বাজার শাখা কর্তৃপক্ষ। গত ৮ ফেব্রুয়ারি ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ও পরদিন ২৩ ফেব্রুয়ারি জমা প্রদানের শেষ সময় দুপুর ১ টা পর্যন্ত বলে জানানো হয়। 

সরকারি কাঙ্খিত মূল্য ৩ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ০৬২ টাকা উল্লেখ করা হয়। দরপত্র জমার শেষ দিনে পাটগ্রাম পৌরসভার আন্তঃজেলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কুমার হিসাবিয়া আলো বাবু ৩ কোটি ৪০ লাখ টাকা দর উল্লেখ করে একমাত্র দরপত্র জমা প্রদান করেন। একক দরপত্র জমাকারী হিসেবে তিনি পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ হাটবাজারের ১৪২৯ বাংলা সনের এক বছর মেয়াদের ইজারা পান।
    
পাটগ্রাম পৌরসভার বাসিন্দা ও রসুলগঞ্জ হাট-বাজারের বর্তমান ইজারাদার আলী আহমেদ এবং বড়খাতা এলাকার হাতীবান্ধা উপজেলার মনোয়ার হোসেন ইজারা প্রদানে অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্য  ও জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন। 

অভিযোগে উল্লেখ করা হয়- ২৩ ফেব্রুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ দিন পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ হাটবাজার একবছর মেয়াদে ইজারাদানের তথ্য প্রকাশ পায়। হাটে বিক্রিত গরুর হাসিল/রশিদ মূল্য ৬০০ টাকার স্থলে ১ হাজার টাকা ও ছাগল বিক্রয়ের হাসিল/রশিদ মূল্য ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করার নোটিশ গোপন করে ইজারা প্রদান করা নিয়মের পরিপন্থি। হাসিল বৃদ্ধির তথ্য আগে জানানো হলে দর বেশি দিয়ে দরপত্র ও ইজারা নেওয়া হত। অভিযোগের কপি স্থানীয় সরকার বিভাগ (পৌর-২, প্রশাসন শাখা) ও দুর্নীতি দমন কমিশনকেও দেওয়া হয়েছে।
পাটগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিজ্ঞপ্তি কমিটির সদস্য মারুফ ইকবাল বলেন, ‘পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ হাট-বাজারের রশিদ মূল্যবৃদ্ধির বিষয়টি আমি জানিনা। এজন্য হাট-বাজার বিজ্ঞপ্তি অনুমোদনে আমি স্বাক্ষর করিনি।’

অভিযোগকারী ও রসুলগঞ্জ হাট-বাজারের বর্তমান ইজারাদার আলী আহমেদ বলেন, ‘বিজ্ঞপ্তি পূর্বের দরে দেওয়া হয়েছে। রশিদ মূল্য বৃদ্ধির বিষয় জানিনা। ব্যাপক প্রচার না করে যোগসাজসে একক ক্ষমতায় ইজারা প্রদান করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পূণরায় বিজ্ঞপ্তি দেওয়ার দাবি করছি।’

এ ব্যাপারে পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, "বিজ্ঞপ্তিটি ব্যাপক প্রচারের স্বার্থে দুটি পত্রিকায় প্রকাশ করা ছাড়াও মাইকিং করা হয়েছে এমনকি ফেসবুকেও দেয়া হয়। যারা অভিযোগ করেছে তারা দরপত্র ভালভাবে দেখেননি। দরপত্রের তথ্য গোপন করার সুযোগ নেই।" কেনো এত প্রচারের পরেও কেনো শুধু একক দরপত্র জমাদানকারী পাওয়া গেল- এমন প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

-এমএস/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,