For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

Published : Monday, 7 March, 2022 at 9:56 PM Count : 57

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে প্রশাসন চত্বর থেকে ভিসির নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয় স্কুল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। 

দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনায় ভিসি প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আজ দেশের গন্ডি পেরিয়ে এটি বিশ্ব ঐতিহ্যের অনবদ্য দলিল। এ ভাষণে বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে দেশের স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধুর ভাষণে অনুপ্রাণিত হয়ে মুক্তিপাগল মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ ও ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদ এবং জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতির উন্নয়নে ভূমিকা রাখলে অবশ্যই দ্রুততম সময়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তিনি জাতির পিতার নামে সর্বপ্রথম প্রতিষ্ঠিত এ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলকে একসাথে কাজ করে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে অবদান রাখার অনুরোধ করেন।
দিবসের অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী ও বাদ যোহর বিশেষ দোয়া। অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডীনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,