For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাশিয়া-ইউক্রেনের মধ্যে আবারও আলোচনা শুরু

Published : Monday, 7 March, 2022 at 9:47 PM Count : 87

চলমান উত্তেজনা নিরসনে তৃতীয়বারের মতো আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বেলারুশ সীমান্তে হচ্ছে এ আলোচনা।

আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক টুইটারে জানান, সোমবার দুইপক্ষ তৃতীয়বারের মতো আলোচনায় বসবে।
তিনি আরও জানান, প্রথম দুই দফায় যে সকল প্রতিনিধি আলোচনা করেছিলেন তারাই ফের আলোচনা করবেন।

এদিকে এর আগে দুইবার বেলারুশ সীমান্তে বৈঠক করে দুইপক্ষ।  

২৮ ফেব্রুয়ারি হওয়া প্রথম বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।

৩ মার্চ দ্বিতীয় বৈঠকে মানবিক দিক বিবেচনা করে মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় দুই পক্ষ।

কিন্তু কয়েক ঘণ্টা পার হতেই সেই যুদ্ধবিরতি ভেস্তে যায়। ফলে সাধারণ মানুষ শহর ছেড়ে চলে যেতে চাইলেও তারা পারেননি।

এদিকে দুইপক্ষ যখন তৃতীয় দফায় আলোচনার বিষয়ে প্রস্তুতি নিচ্ছিল তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ইউক্রেনের পররাষ্টমন্ত্রী ১০ মার্চ বৃহস্পতিবার আঙ্কারায় বৈঠক করবেন।

তুরস্কে আনতালইয়া কূটনৈতিক ফোরামে যাবেন বিশ্বের সব বড় বড় কূটনৈতিকরা।  আর এ ফোরামেই আলাদাভাবে বিশেষ বৈঠক করবেন ইউক্রেন ও রাশিয়ার পররাষ্টমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রেসিডেন্ট এরদোগানের প্রচেষ্টা ও তাদের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্টমন্ত্রীরা আলোচনায় বসতে রাজী হয়েছেন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,