For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কাপ্তাই লেকে প্রথম কায়াকিং অভিযান

Published : Sunday, 27 February, 2022 at 9:26 PM Count : 448

‌‘‌‌জাতিস্বত্ত্বা যার যার, বাংলাদেশ সবার’ এই শ্লোগান নিয়ে পাহাড়ে বসবাসরত পাহাড়ি সম্প্রদায় ও সমতলের মানুষদের মধ্যে মেলবন্ধন আরো দৃঢ় করতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৪ তরুণের ‘কাপ্তাই কায়াকিং অভিযান’।

বহির্বিশ্বে ব্যাপক জনপ্রিয় এডভেঞ্চার স্পোর্টসের নাম ‘কায়াকিং’। আমাদের দেশে এর ধারণা সম্পূর্ণ নতুন। যদিও দিন দিন জনপ্রিয় হচ্ছে এই এডভেঞ্চার স্পোর্টস। এই স্পোর্টসকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে গত ১৮-২২ ফেব্রুয়ারিতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম হ্রদ কাপ্তাই লেকে হয়ে গেল ৪ দিনব্যাপী কায়াকিং অভিযান।

চলতি মাসের ১৮ তারিখে সকাল ৯টায় রাঙামাটি জেলার সর্ব উত্তরের বাঘাইছড়ি উপজেলার দুর্গম মারিশ্যা থেকে শুরু করে ৪ দিনে সর্বমোট ১১০ কিলোমিটার কায়াকিং করে তারা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুপুর ২টা ২২ মিনিটে পৌঁছে রাঙামাটি জেলার সর্ব দক্ষিণের উপজেলা বিলাইছড়ি উপজেলা ঘাটে।

যেকোনো অভিযানই রোমাঞ্চকর, এটাও সেরকমই। তবে এই অভিযান ছিলো রোমাঞ্চের চেয়েও বেশি কিছু। এই অভিযান সফলভাবে শেষ করা অভিযাত্রীদের জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল। প্রতিটি দিনই ছিল বিভিন্ন প্রতিকূলতা আর অনিশ্চয়তায় ভরা। শারীরিক অবস্থা, প্রচণ্ড মানসিক চাপ, পাহাড়ের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি, নিরাপত্তা, পরিবর্তনশীল আবহাওয়াসহ বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে অভিযাত্রীদের যেতে হয়েছে। পুরো অভিযানে তারা পার্বত্য অঞ্চলের সবচেয়ে স্পর্শকাতর এলাকাগুলো দিয়ে কায়াক চালিয়েছে। উপভোগ করেছে কাপ্তাই লেকের বৈচিত্র্যময় সৌন্দর্যসহ স্থানীয় সংস্কৃতি। তাদের দেখে যখন লেকপাড়ের গ্রামগুলো থেকে দলে দলে লোকজন ছুটে এসেছে তখন শান্তির বার্তা পৌঁছে দেওয়ার মানসে তাদের সাথে কথা বলেছে।
এই অভিযানের মূল পর্বে অংশগ্রহণ করেছেন চারজন অভিযাত্রী যারা ব্যক্তিগতভাবে ট্যুরিজম, হাইকিং, সাইক্লিং, কায়াকিং ও ক্যাম্পিংয়ে অভিজ্ঞতা অর্জন করে চলেছেন বহুদিন থেকে। বাংলাদেশের ভ্রমণ কমিউনিটিতে মোটামুটি পরিচিত এই চারমুখ অনেকদিন থেকেই সুস্থ ধারার এডভেঞ্চার একটিভিটির প্রসারে নিরবে কাজ করে চলেছেন। তারা হলেন আরিফুর রহমান উজ্জল, নাজমুস সাকিব, আনজামুল হক আকাশ এবং আব্দুল করিম পারভেজ। ৪ অংশগ্রহণকারীর মনোবল ধরে রাখতে এবং সার্বক্ষণিক উৎসাহ ও সহযোগিতায় ৭ জন স্বেচ্ছাসেবক রেসকিউ বোটে করে প্রয়োজনীয় খাবার, পানি ও নিরাপত্তা সরঞ্জাম নিয়ে অভিযাত্রীদের সাথেই পুরো সময় ধরে এই বিশাল জলপথ পাড়ি দিয়েছেন।

স্থানীয় প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সহযোগিতা ও উৎসাহ ছিল লক্ষণীয়। এছাড়াও  সহযোগিতা করেছেন রাঙামাটির সামাজিক অঙ্গনের পরিচিত মুখ ললিত চাকমা, মার্চেন্ট আশিক, আবু বকর সিদ্দিক, গুলজার হুসাইন, মো. মিনহাজ উদ্দীন, সাহাবুর রহমান প্রমুখ।

জনপ্রিয় আউটডোর শপ ফোর সিজনস বিডি এবং এলবাট্রস আয়োজিত এই অভিযানে আরো সহযোগিতা করেছেন রাইন্যা টুগুন ইকো রির্সোট, ইকো ট্রার্ভেলাস, ট্রিপ বিডি এডভেঞ্চার এন্ড টুরিজম, এডভারগো স্পোর্টস এন্ড ফ্যাশান ওয়ার, স্পার্টান শামীম, উই আর ট্রাভেলার্স।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,