For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নাতীর কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী নানী

Published : Sunday, 26 December, 2021 at 3:39 PM Count : 160

রাজশাহীবাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পরিষদ নির্বাচনে মেয়ে জরিনা বেগমের ছেলে নাতী রুদ্র হাসানের কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ১০২ বছরের বৃদ্ধা নতিফুন বেওয়া।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

নতিফুন বেওয়া বলেন, জীবনের এই বয়সে এসে ভোট দিতে পেরে নিজেকে আনন্দ লাগছে। এই বয়সে ভোট দিতে পারবো এমনটা আশা করিনি। 

বয়সের ভারে ঠিক ভাবে কথা বলতে পারছেন না তিনি। তার বাড়ি বাউসা ইউনিয়নের ১ নম্বর দিঘা ওয়ার্ডের পুকুরপড়া গ্রামে। স্বামী মারা গেছেন ৬০ বছর আগে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার ভোট দিয়েছেন তা বয়সের ভারে জানাতে পারেনি নতিফুন বেওয়া। 
তার তিন মেয়েকে অনেক আগেই বিয়ে দিয়েছেন। আর এভাবে ভোট দেওয়ার সৌভাগ্য আসবে না বলেও হতাশা প্রকাশ করেন তিনি। 

এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক হাজার ৫২২। 

দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কর্মরত পুলিশ অফিসার আবদুর রউফ বলেন, অনেক বৃদ্ধ এসে ভোট দিচ্ছেন। যারা হাঁটতে পারছেন না তাদের সহযোগিতা করে ভোট নেওয়া হচ্ছে।

দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রিজাইজিং অফিসার সিরাজুল ইসলাম বলেন, সুষ্ঠু সুন্দর ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ২২ শতাংশ ভোট পড়েছে।

এদিকে, দিঘা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ২৪ দিনের শিশুকে দাদির কোলে দিয়ে ভোট দিলেন ইমরাত জাহান নামের এক নারী। দাদি হামিদা বেগম শিশুকে কোলে নিয়ে ভোট কেন্দ্রে বাইরে ঘোরাফেরা করছিলেন। তার বাড়ি দিঘা পশ্চিমপাড়া গ্রামে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৪৮০। 

-এএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,