For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চায়ের রাজধানীখ্যাত কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য

Published : Friday, 12 November, 2021 at 9:32 PM Count : 778

চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করে তুলে এবং বাগানের মনোহর দৃশ্য মুহূর্তেই হৃদয় কেড়ে নেবে। বাংলাদেশের চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য দেখলে সত্যিকারার্থেই চোখ ফেরানো মুশকিল। অপরূপ এই সৌন্দর্যের মাঝে বারবার হারিয়ে যেতে ইচ্ছে করবে। যত দূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। 

পর্যটকরা বারবার ছুটে আসেন চায়ের রাজধানীখ্যাত কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের চিরসবুজের শোভা আর বৃষ্টিস্নাত পাহাড়ি সৌন্দর্য দেখতে। পর্যটনকেন্দ্র হিসেবে এবং চায়ের রাজধানী হিসেবে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার খ্যাতি সর্বত্রই ছড়িয়ে পড়েছে। এখানে রয়েছে ১৯টি চা-বাগানের সতেজ সবুজ পাতায় পূর্ণ হয়ে আছে নিসর্গশোভা। এই চায়ের দেশে রয়েছে চা যাদুঘর। এই যাদুঘর দেখলে এদেশে চায়ের ইতিহাস খুব সহজেই জানা যাবে। তাছাড়া চায়ের পাশাপাশি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে পানের চাষও হয়ে থাকে। পান সংগ্রহ করে তার বাজারজাত করার জন্য ব্যস্ত রয়েছেন খাসিয়া নারী পুরুষ। 

ছোট্ট দুই ছিমছাম শহর। পরিচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে সব যেন গোছানো। শহরের সব স্থাপনার মাঝে রয়েছে নান্দনিকতার ছাপ। ইতিমধ্যে নিরাপদ শহর হিসাবে দেশি বিদেশি পর্যটকদের আস্থা অর্জন করেছে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল। আকাশ থেকে দেখলে মনে হয় চা বাগানের বুক চিরে জেগে উঠছে অপরূপ সৌন্দর্য্যরে এক সবুজ শহর। শহরের বাহিরে আপনি যে দিকেই তাকাবেন দুচোখ জুড়ে দেখবেন চায়ের বাগান। যা দেখলে চোখ জুড়ে খেলে যাবে এক অপরূপ সৌন্দর্য ও সবুজের সমারোহ। আর শহরের চার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের সব আকর্ষণীয় সব পর্যটনকেন্দ্র গুলো। 

অন্যদিকে, সীমিত শহরের ব্যস্ত জীবনের ফাঁকে এখনও মানুষ পেতে চায় শ্যামল অভয়ারণ্যের ছোঁয়া কিংবা একটু নিস্তব্ধতার একাকিত্ব। আর আপনি তা পেতে চাইলে আসতে পারেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। জীববৈচিত্র্য ও বন্যপ্রানীর মহামিলনের নান্দনিক প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য মন্ডিত লাউয়াছড়া জাতীয় উদ্যান। জীববৈচিত্র্যে ভরপুর এই উদ্যানে পশু-পাখি দর্শনের জন্য একটি আকর্ষণীয় স্থান। যেখানে উঁচু-নিচু পাহাড়ের গায়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে হাজার হাজার প্রজাতির লাখ লাখ বৃক্ষ। মাঝে মাঝে বৃক্ষ সারির মগডালে চোখ রাখুন দেখবেন বানর আর হনুমান লাফালাফি করছে। একটু ভেতরে প্রবেশ করলে আপনার চোখে পড়বে খাটাস, বনমোরগ, উল্লুক, মেছোবাঘ,বানর, বন বিড়ালসহ বিভিন্ন জীবজন্তু আর পার্কের বিশাল বিশাল বৃরাজি, জীবজন্তুর হুঙ্কার, ঝিঝি পোকার শব্দ, বানরের লাফালাফি, ঝাঁকঝাঁক উল্লুকের ডাকাডাকি একটু সময়ের জন্য হলেও আপনার ব্যস্ত জীবনের কান্তি দূর করে মনে এনে দেবে প্রশান্তির ছোঁয়া।
ঠিক আরো একটু সামনে এগুলেই দেখতে পাবেন, কমলগঞ্জ উপজেলায় হাম হাম জল প্রভাত, মাধবপুর লেক, পদ্মছড়া লেক,বীরশ্রেষ্ট হামিদুর রহমান সৃতি সৌদ্ধ, পাত্রখলা ঢেমসহ বিভিন পর্যটন র্স্পট গুলো।

-এসএস/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,