For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বগুড়ার ৩ উপজেলায় সাড়ে ৫ কেটি টাকার ফসলহানি

Published : Monday, 13 September, 2021 at 12:48 PM Count : 442

বগুড়াবন্যার পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাবার সঙ্গে সঙ্গে কৃষকের ফসলী জমির ক্ষতচিহ্ন বেরিয়ে পড়েছে। রোপা আমন, বীজতলা, মাসকালাই, শাকসবজির ক্ষেত বিনষ্ট হয়েছে। 

বন্যায় জেলার তিনটি উপজেলার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ফসলহানি হয়েছে। তবে এই ফসলের মধ্যে মাশকালাইয়ের জন্য প্রণোদনা এসেছে। 

ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠনোর পর হয়তো ক্ষতিগ্রস্ত কৃষকদের উপকরণ বিতরণ করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচারক দুলাল হোসেন বলেন, এবারের বন্যা দীর্ঘস্থায়ী না হলেও জেলার যমুনা তীরবর্তী অঞ্চলের উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের পাঁচ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকার ফসলহানি হয়েছে। এই তিনটি উপজেলায় পাঁচ হাজার ১০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি বলেন, তিন উপজেলার চরাঞ্চলগুলোর জমির বেশি ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা সারিয়াকান্দি। তিনটি উপজেলায় মোট ফসলী জমির ক্ষতি হয়েছে ৪২১ হেক্টর জমির। আমনের ক্ষতি হয়েছে ৩০৫ হেক্টর, আমন বীজতলা ২৩ হেক্টর, শাকসবজি ৩২ হেক্টর, মাসকালাই ২৩ হেক্টর, আখ সাত হেক্টর। এছাড়া অল্প কিছু পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে কৃষি বিভাগ জানায়, ৪৯০ বিঘার মাশকালাইয়ের জন্য এই প্রণোদনা দেয়া হবে। বিঘাপ্রতি একজন কৃষক পাবেন পাঁচ কেজি মাশকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি।

-এমএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,