For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

তেঁতুলিয়ার ভাঙ্গণের কবলে বিদ্যালয়-বাজার

Published : Friday, 3 September, 2021 at 9:34 PM Count : 399

প্রমত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছেন পটুয়াখালীবাউফল উপজেলার ধুলিয়া নাজিরপুর, কাছিপাড়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষ। 

ভাঙ্গণের মুখে পড়েছে ধুলিয়া বাজার ও বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাধীনতার পূর্ব থেকেই তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গণে বাউফলের ধুলিয়া ইউনিয়ন, নাজিরপুর ইউনিয়নের নিমদি, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট, কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রাম ও বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়ন বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে শত শত পরিবার সর্বশান্ত হয়েছেন।  শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাটবাজার, মন্দির, কবরস্থানসহ অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 

ভাঙ্গণের হাত থেকে জাতীয় পর্যায়ের অনেক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের কবরস্থানও রক্ষা পায়নি। অব্যাহত ভাঙ্গণের মুখে পড়েছে ভাষা সৈনিক ও ন্যাপ নেতা সৈয়দ আশরাফ হোসেনের সমাধি। 
ধুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার ওয়াহেদুজ্জামান পরাগ বলেন, বর্তমানে ভাঙ্গণ আতংকে নির্ঘুম রাত কাটছে ধুলিয়া ইউনিয়নের প্রতিটি পরিবারের। 

বাউফলের উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

ভাঙ্গণ রক্ষায় স্থায়ী বাঁধ চাই আন্দোলন কমিটির সদস্য সৈয়দ রিপন বলেন, ২০২০ সালে নদী ভাঙ্গণরোধের জন্য প্রকল্প অনুমোদন দেয় একনেক। প্রকল্পটি অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমরা প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন চাই।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে।

-এএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,