For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মির্জাপুরে ইট ভাটা মালিক সমিতির সম্পাদকের দায়িত্বে হেলাল দেওয়ান

Published : Friday, 27 August, 2021 at 3:49 PM Count : 189

টাঙ্গাইলেমির্জাপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাঁশতৈল ইউনিয়ন আ'লীগের সাবেক অর্থ-সম্পাদক ও মেসার্স ডিবিএম ইট ভাটার স্বত্ত্বাধিকারী মো. হেলাল দেওয়ান। 

শুক্রবার উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও এমবিএম ইট ভাটার স্বত্ত্বাধিকারী আব্দুল কাদের সিকদার এ তথ্য জানান।

গত ১৪ অগাস্ট উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর হাটুভাঙ্গা এলাকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় তাকে সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আরও সাত জনকে মনোনীত করা হয়। 

নতুন মনোনীতরা হলেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আলাল, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, দফতর সম্পাদক বুলবুল আহমেদ, প্রচার সম্পাদক মো. ইসরাফিল মিয়া, কোষাধ্যক্ষ মো. আজিম উদ্দিন, সদস্য মো. খালেক সিকদার ও মো. ফজলুল হক।
মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের সিকদার বলেন, গত ১৪ অগাস্ট সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌখিক ভাবে আতিকুল ইসলাম সিকদার, মাহবুব আলম সুমন, মোশারফ হোসেন, শফিকুল ইসলাম সিকদার, আজহারুল ইসলাম ও মোস্তফা সিকদার পদত্যাগ করেন। পরবর্তীতে আলোচনা শেষে তাদেরকে কার্যকরী কমিটির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং সমিতি পরিচালনার স্বার্থে হাকিম ইট ভাটার স্বত্ত্বাধিকারী আওলাদ হোসেন শূন্য পদগুলো কো-অপশন করার প্রস্তাব করেন। তারই অংশ হিসেবে নতুন করে সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে সাত জনকে মনোনীত করা হয়।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোক্তার আলী মুঠোফোনে বলেন, সভাপতির বিভিন্ন কার্যকলাপে অনাস্থা প্রকাশ করে আমিসহ সাত জন কমিটি থেকে সরে দাঁড়িয়েছি। সমিতির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

উপদেষ্টা পরিষদের সদস্য বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে ফোনটি কেটে দেন।

ইট ভাটা মালিক সমিতির উপদেষ্টা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, কমিটির সাত জন পদত্যাগ করায় ওই পদগুলোতে কো-অপশনের মাধ্যমে মো. হেলাল দেওয়ানকে সাধারণ সম্পাদক করা হয়। বিষয়টি আমি অবগত রয়েছি। 

পদত্যাগকারীরা যে আহ্বায়ক কমিটি করেছেন তা অবৈধ বলে তিনি উল্লেখ করেন।

ইট ভাটা মালিক সমিতির অপর উপদেষ্টা ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, কমিটির সাত জন পদত্যাগ করার পর আমরা তাদেরকে কো-অপশনের মাধ্যমে শূন্যপদ পূরণের পরামর্শ দেই। এরপর তারা সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করে নতুন সদস্য মনোনীত করেছেন। পদত্যাগকারীরা যে আহ্বায়ক কমিটি করেছেন তা বৈধ নয়।

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,