For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নন্দীগ্রামে ১০ বছরেও হয়নি আ'লীগের সম্মেলন

Published : Friday, 27 August, 2021 at 3:34 PM Count : 605

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আ'লীগের কমিটি গঠন করা হয়েছে প্রায় ১০ বছর আগে। দীর্ঘ সময় ধরে সম্মেলন না হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েই চলছে ক্ষমতাসীনদের সকল দলীয় কার্যক্রম।

২০১২ সালে জাহিদুর রহমানকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম উপজেলা আ'লীগের তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

ওই কমিটির দু'জন সদস্য এরই মধ্যে মারা গেছেন। তারা হলেন সভাপতি জাহিদুর রহমান ও সহ সভাপতি রফিকুল ইসলাম পিংকু। 

এছাড়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এখন কমিটির মোট ৬৭ জন সদস্যের মধ্যে রয়েছেন ৬৪ জন সদস্য। তাদের মধ্যে অনেক সদস্যই রাজনীতিতে নিষ্ক্রিয়।

এছাড়া, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ওই কমিটির বিরুদ্ধে সহ সভাপতি আজিজুর রহমানকে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি পাল্টা কমিটি ঘোষণা করা হয়।

দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকদের দিয়ে চলছে উপজেলা আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম। ওই কমিটির সভাপতি জাহিদুর রহমান ২০১৭ সালে মৃত্যুবরণ করলে তার স্থলে সহ সভাপতি রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 

আর সাধারণ সম্পাদক আনিছুর রহমান ২০২০ সালে চাল কেলেংকারি মামলায় গ্রেফতার হলে তাকে দল থেকে বহিস্কার করা হয়। তখন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। 

সাধারণ নেতাকর্মীরা মনে করেন এত দীর্ঘ সময় ধরে উপজেলা আওয়ামী লীগের কমিটি না হওয়ায় একদিকে যেমন ত্যাগী ও তরুণ নেতারা কমিটিতে আসার সুযোগ পাচ্ছে না অন্যদিকে দলের ভেতরেও দেখা দিয়েছে বিভক্তি। একাধিক ভাগে বিভক্ত হয়ে পালন করা হচ্ছে দলীয় কার্যক্রম।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, করোনা মহামারির কারণে সকল সম্মেলন বন্ধ রয়েছে। বগুড়া জেলায় সম্মেলন শুরু হয়েছিল। এই মহামারি দূর হলে হয়তো কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে কমিটি গঠন প্রক্রিয়া শুধু নন্দীগ্রামে নয় সারা বাংলাদেশেই বন্ধ রয়েছে। জেলা আওয়ামী লীগের নির্দেশ পেলেই কমিটি গঠনের কার্যক্রম শুরু করবো। গঠনতন্ত্র অনুযায়ী প্রেস ক্লাবে কমিটি গঠনের কোন সুযোগ নাই।

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, করোনা মহামারির কারণে কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ ছিল। খুব তাড়াতাড়ি নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে।

সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র আনুযায়ী যে কমিটি আছে তার বিপক্ষে পাল্টা কমিটি গঠনের কোন সুযোগ নাই। নতুন কমিটি গঠনের নির্দেশনা এসে গেছে। খুব শীঘ্রই সম্মেলন শুরু হবে।

-একে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,