For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ওএমএস কর্মসূচীর খাদ্য বিতরণে অনিয়মের অভিযোগ

Published : Saturday, 21 August, 2021 at 8:45 PM Count : 362

পটুয়াখালীর বাউফলে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির আওতায় স্বল্প আয়ের মানুষদের মধ্যে চাল ও আটা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ওএমএস ডিলার ও খাদ্য অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে অনিয়মকে নিয়মে পরিনত করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওএমএস কর্মসূচী বাস্তবায়নের জন্য বাউফলে মোট ৪জন ডিলার নিয়োগ করা হয়েছে। শুক্রবার ছাড়া বাউফল পৌরসভার বকুলতলা স্কুল প্রাঙ্গণে নাসির হোসেন, কাগুজির পুল এলাকায় আনোয়ার মুন্সি, গোলাবাড়ি লিটন মিয়া ও কালাইয়া এলাকায় চুন্নু হোসেন নামে ৪জন ডিলার স্বল্প আয়ের মানুষদের মধ্যে ওএমএস কর্মসূচীর চাল ও আটা বিতরণ করেন। উপজেলা খাদ্য অফিস থেকে প্রত্যেক ডিলারকে দৈনিক ১ মেট্রিক টন আটা ও ১.৫০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়। প্রত্যেক সুবিধাভোগী ৩০ টাকা দামে ৫ কেজি চাল ও ১৮ টাকা দামে ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। কিন্তু প্রতি ৫ কেজিতে ২০০ গ্রাম চাল ও আটা কম দেয়া হয়।
বিষয়টি নিয়ে শনিবার দুপুরে সুবিধাভোগীদের সঙ্গে বকুলতলা প্রাঙ্গনে সংশ্লিষ্ট ডিলার নাসির হোসেনের বাকবিতন্ডা হয়। হৈ চৈ করার একপর্যায়ে ডিলার চাল ও আটা দেয়া বন্ধ করে দেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় আবার বিতরণ শুরু হয়।

সুবিধাভোগী নরসুন্দর আরিফ কারিকর জানান, ডিলারের কাছ থেকে চাল ক্রয় করে অন্য জায়গায় নিয়ে মাপ দেয়ার পর দেখি আমাকে ২০০ গ্রাম কম দেয়া হয়েছে।
 
নাজিরপুরের ইউসুফ মুন্সি জানান, ‘চাল যতবার নিয়েছি প্রত্যেকবারই ডিলার কম দিয়েছে। বিধবা রাহেলা বেগম বলেন, বাবা চাল কম দিয়েছে তাতে কি হয়েছে, দামতো কম নিয়েছে।

সংশ্লিষ্ট ডিলার নাসির হোসেন সাংবাদিকদের বলেন, ২০০গ্রাম চাল অফিসই কম দিতে বলেছে, এটা নিয়মে আছে।

বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সালাম বলেন, মাপে কম দেয়ার কোন সুযোগ নেই। প্রয়োজনে ডিলারশীপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করা হবে।

এএস/এসআর



« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,