For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বঙ্গবন্ধু সাফারী পার্কে বেড়েছে প্রাণীর সংখ্যা, গাছে গাছে পাখির বাসা

Published : Friday, 20 August, 2021 at 6:57 PM Count : 220

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবা সাফারী পার্ক প্রায় পাঁচ মাস পর খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই দর্শণার্থীরা পার্কে প্রবেশ করছেন। দর্শণার্থী শূন্য হওয়ায় গত প্রায় পাঁচ মাসে পার্কের প্রাণীর সংখ্যা বেড়েছে। গাছপালা লাতাপাতার মধ্যেও সবুজের সমারোহ প্রাকৃতিক পরিবেশে সবুজের এক নতুন সংযোজন ঘটিয়েছে।

গাজীপুরের কালীগঞ্জের জাঙ্গালিয়া এলাকা থেকে স্ত্রী ও দুই ছেলে নিয়ে সাফারি পার্কে ঘুরতে এসেছেন জয়নাল আবেদীন। তিনি বলেন, দীর্ঘদিন লকডাউনে পার্ক বন্ধ থাকায় ইচ্ছা থাকলেও পরিাবের সদস্যদেরকে নিয়ে ঘুরতে পারি নাই। ছেলে-মেয়েরা তাদের স্কুল বন্ধ থাকায় বাড়ীতে রোরিং ফিল করছিলো। সকালে টিভিতে সন্তানেরা দেখলো আজ শুক্রবার থেকে সাফারি পার্ক খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। তারা এ ঘোষণা দেখে আবদার করলো। বেলা ১১টায় সাফারি পার্কে এসে পৌঁছেছি। ঘুরে ভালই লাগছে। 

ফিরোজ আলম রাজশাহী থেকে এসেছেন পার্কে ঘুরতে। তিনি বলেন, দীর্ঘদিন লকডাউনের কারণে অনেকটা বন্দি দশায় ছিলেন। পার্ক খুলে দেওয়ায় প্রকৃতির মতো তাদের মধ্যেও বৈচিত্রতা বিরাজ করছে। বিনোদনের এসব প্রতিষ্ঠান খুলে দেওয়ায় মানুষের মধ্যেও উৎফুল্ল পরিবেশ বিরাজ করছে।

কোর সাফারীর ইজারাদারের পক্ষে নাবিল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টায় যে দর্শণার্থী এসেছেন অন্যান্য দিন এসময়ে তা অনেক বেশি থাকে। আশা করছি, কয়েকদিন পর জানাজানি হলে লকডাউনের আগে দর্শণার্থীদের যে ভীড় ছিল তা পরিলক্ষিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, শুক্রবার থেকে উম্মুক্ত করে দেওয়া হয়েছে। পার্ক বন্ধ থাকাবস্থায় ব্যাপক পরিবর্তন হয়েছে। এখানের বন্য প্রাণীগুলোর প্রজণন অনেকটা বেড়েছে। ওয়াইল্ড বিস্টের ৬টা বাচ্চা হয়েছে। ৬টা জেব্রার বাচ্চা হয়েছে, এর সংখ্যা এখন ২৯। হরিণ বাচ্চা দিয়েছে ১৫টি। ময়ূরের বাচ্চা হয়েছে ৩৫ টি। এসব প্রাণীর জন্ম খুব স্বাভাবিকভাবেই হয়েছে। যেহেতু এখানে কোনো কোলাহল ছিল না লোকজনের ডিস্টার্ব ছিল না। বর্তমানে এগুলো দর্শণার্থীদের জন্য বাড়তি একটি আকর্ষণ।

সাফারী পার্কের প্রাকৃতিক পরিবেশেও বৈচিত্রতা এসেছে। এখানকার গাছগুলোতে অসংখ্য পাখি বাসা বেঁধেছে। পানকৌড়ি, তেলা ঘুঘুসহ অসংখ্য প্রজাতির ঘুঘু, বক প্রকৃতিতে পাখিতে ভরপুর। যে পাখিগুলো বাসা বেঁধেছে সেগুলো বাচ্চা দিয়েছে। সবমিলিয়ে পার্ক এখন পাখির রাজ্যে পরিণত হয়েছে।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,