For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের ঝাল বেড়েছে ৪ গুণ

Published : Tuesday, 10 August, 2021 at 11:13 AM Count : 470

বগুড়ানন্দীগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় চার গুণ। গত মঙ্গলবার নন্দীগ্রাম হাটে যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা কেজি। আজ মঙ্গলবার তা বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকা কেজিতে। 

কাঁচা মরিচের ঝাল বাড়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। 

আর বিক্রেতারা বলছেন- আড়তে মরিচ বেশি দামে কিনতে হয়েছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বৃন্দি মরিচ বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা ও অন্যান্য মরিচ ১৬০ টাকা। এছাড়া বাজারে সব ধরনের সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি পটল ২০-৩০ টাকা, করলা ৫০-৫৫ টাকা, কাঁকরোল ২০-২৫ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, ঝিঙে ৩০-৩৫ টাকা ও ঢ্যাঁড়স ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। 
নন্দীগ্রাম হাটের সবজি বিক্রেতা বিমল কুমার বলেন, আমরা কাঁচা মরিচ ও সবজিগুলো আশপাশের এলাকা থেকে কিনে আনি। ওইসব এলাকায় কাঁচা মরিচ কিনতে হয়েছে বাড়তি দামে। এ জন্য আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বেশি দামে কেনার কারণ হিসেবে তিনি বলেন, টানা বৃষ্টিতে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। এ জন্য আড়তে মরিচ খুব কম পাওয়া যাচ্ছে। 

বাজারে সবজি কিনতে আসা হানিফ আলী বলেন, বাজারে তরিতরকারির দাম স্বাভাবিক থাকলেও কাঁচা মরিচের দাম খুব বেশি। দাম বেশি নিলেও দেখার কেউ নেই।     

-একে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,