For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

এমপি শিমুলের বিরুদ্ধে করা জিডির সত্যতা পায়নি পুলিশ

Published : Friday, 6 August, 2021 at 8:27 PM Count : 495

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য (এমপি) ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সরকার সুজিত কুমারের করা সাধারণ ডায়েরির (জিডি) সত্যতা পায়নি পুলিশ। ড. সুজিত গত ২৯ জুলাই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় ওই জিডি করেছিলেন।

এতে তিনি অভিযোগ করেন, এমপি শিমুল তাঁর বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন। আর তাঁর পক্ষ নিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁর জীবননাশের হুমকি দিয়েছেন। তবে পুলিশ বলছে, এসব অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। তাই ড. সুজিতের করা জিডি নথিজাত করা হয়েছে।

জিডির তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবার (৩ আগস্ট) বোয়ালিয়া মডেল থানা পুলিশ ড. সুজিত সরকারের ফোন পরীক্ষার জন্য নিয়েছিলেন। তিনদিন বিভিন্ন পরীক্ষার পর গতকাল শুক্রবার ফোনে হুমকির কোন সত্যতা মেলেনি বলে জানিয়েছেন মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, ‘আমরা সুজিত সরকারের ফোন ফরেনসিক ডিপান্টমেন্টে পাঠিয়েছিলাম। এতে কোন হুমকির সত্যতা পাইনি। তাই জিডি নথিজাত করা হয়েছে।’ আর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেছেন, ‘আমরা ডিজিটালি এবং ম্যানুয়ালি হুমকি দেওয়ার কোন তথ্য-প্রমাণ পাইনি। এ কারণে জিডি নথিজাত করা হয়েছে। এটার কার্যক্রম এখানেই শেষ।’
ড. সুজিত কুমার জিডিতে উল্লেখ করেছিলেন করেন, তিনি নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি বই লেখেন। বইটিতে এমপি শিমুলের বাবা রাজাকার ছিলেন বলে উল্লেখ আছে। বিষয়টি নিয়ে নাটোরে এখন আলোচনা চলছে। এর প্রেক্ষিতেই তিনি হুমকি পেয়েছেন।

অভিযোগের সত্যতা না পাওয়ার বিষয়ে জানতে চাইলে সুজিত কুমার বলেন, আমি জিডিতে ফোনে হুমকির কথা উল্লেখ করিনি। আমি বলেছিলাম, বিভিন্ন সময়ে নানা উপায়ে আমাকে হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ কীভাবে তদন্ত করল? তা বলতে পারব না।

এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, ড. সুজিত কুমার একজন শিক্ষক হয়েও বইয়ে মিথ্যাচার করেছেন। তাহলে একজন শিক্ষকের কাছে থেকে ছাত্রসমাজ কী শিখবে? আমি হুমকি দেইনি, এটা প্রমাণিত হয়েছে। তিনি বইটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লিখেছেন, সেটাও প্রমাণ হবে।

তিনি আরও বলেন, এটা শোকের মাস আগস্ট। তাই মামলা করিনি। তবে সেপ্টেম্বর মাসের শুরুতেই আমি মিথ্যাচারের বিরুদ্ধে একটি মামলা করব। এছাড়া মানহানির বিষয়ে আরেকটা মামলা হবে।

-আরএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,