For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পাকুটিয়া জমিদার বাড়ি

Published : Monday, 12 July, 2021 at 11:23 PM Count : 161

পাকুটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা। জমিদার বাড়ির তিনটি মহলের রয়েছে নিজস্ব বিশিষ্ট ও অপূর্ব লতাপাতার কারুকাজ। বর্তমানে এই জমিদার বাড়িতে বি.সি.আর.জি.ডিগ্রী কলেজ চালু আছে। পাকুটিয়া জমিদার বাড়ি কাছেই আছে নাটমন্দির, কালীমন্দির এবং একটি বিশাল পুকুর।

ইংরেজ আমলের শেষ দিকে পশ্চিম বঙ্গের কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মন্ডল নামের এক ধনাঢ্য ব্যক্তি পাকুটিয়ায় এসে জমিদারী শুরু করেন। ১৯১৫ সালে প্রায় ১৫ একর জায়গাজুড়ে এক রকম নকশায় তিনটি প্যালেস/অট্টালিকা নির্মাণ করেন। তৎকালীন সময় এই পাকুটিয়া জমিদার বাড়ি তিন তরফ বা তিন মহলা নামে সুপরিচিত ছিল।
 
কিভাবে যাওয়া যায়
ঢাকা থেকে গেলে সবচেয়ে ভালো হবে গাবতলী থেকে পাকুটিয়া গামী এস বি লিংক পরিবহণে গেলে। সাটুরিয়া পার হয়ে পাকুটিয়া বাজারে নেমে সেখান থেকে হাঁটা দূরত্বে পাকুটিয়া জমিদার বাড়ি। এছাড়া ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বিনিময়, ঝটিকা, ধলেশ্বরী ইত্যাদি বাস টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়মিত যাত্রা করে। এই সমস্ত বাসে ভাড়া লাগে ১২০ থেকে ১৬০ টাকা।

ট্রেনে করে যেতে চাইলে একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী কোন কোন ট্রেন টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে থামে। তাহলে ট্রেনে করে সহজে টাঙ্গাইল যেতে পারবেন। টাঙ্গাইল থেকে সিএনজি অথবা দেলদুয়ার হয়ে লাউহাটি হয়ে পাকুটিয়া গামী লোকাল পরিবহণে যেতে পারবেন জমিদার বাড়ি।

ঢাকা থেকে আরিচা রোডে কালামপুর স্ট্যান্ড হয়ে সাটুরিয়া দিয়ে সোজা উত্তর দিকে ১৫ কিলোমিটার দূরত্বে পাকুটিয়া জমিদার বাড়ী। আবার টাংগাইল জেলা হতে দক্ষিণ দিকে অবস্থিত দেলদুয়ার হয়ে লাউহাটি দিয়েও পাকুটিয়া জমিদার বাড়ী যাওয়া যায়।
 
বালিয়াটি জমিদার বাড়ি ও পাকুটিয়া জমিদার বাড়ি
বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলায় আর পাকুটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলায় অবস্থিত হলেও কাছাকাছি হওয়ায় একদিনে একই সাথে এই দুই জাগাতেই ভ্রমণ করা যায়। সেই ক্ষেত্রে আপনার সুবিধা মত কি আগে দেখবেন তার উপর নির্ভর করে সেভাবে যেতে পারবেন। ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাওয়া এস বি লিংক বাস বালিয়াটি হয়ে পাকুটিয়া যায়। আপনি বালিয়াটি জমিদার বাড়ির সামনে নেমে তা দেখে পরে আবার সিএনজি বা স্থানীয় কোন পরিবহণে পাকুটিয়া জমিদার বাড়ি যেতে পারবেন। সিএনজি ভাড়া নিবে ২৫-৩০ টাকা। আবার চাইলে পাকুটিয়া জমিদার বাড়ি আগে থেকে সাটুরিয়াতে এসে বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে দেখতে পারবেন।

একদিনে ভ্রমণ পরিকল্পনা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বেশকিছু বিখ্যাত জমিদার বাড়ী রয়েছে, যেগুলো একই দিনে ভ্রমণ করা যায়। লোকাল বাসে গেলে সময় বেশি লাগবে আর তখন একদিনে তিনটা জায়গা দেখা যাবে না। কিন্তু প্রাইভেট কার কিংবা মাইক্রো রিজার্ভ করে নিলে সুন্দর ভাবে একই দিনে তিনটি জমিদার বাড়ি দেখে ফেরা যাবে। সেক্ষেত্রে নিচের সিডিউলের সাথে মিলিয়ে নিলে আপনার ভ্রমণ আরো সহজ হতে পারে।

সকাল ৭ টার মধ্যে ঢাকা থেকে নিজস্ব পরিবহনে যাত্রা শুরু করতে হবে। সকাল ৮ টার দিকে পথে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বটতলায় সকালের নাস্তা সেরে নিতে পারেন। নাস্তা শেষ করে ৮ টা ৩০ মিনিটের মধ্যে বালিয়াটি জমিদার বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। সবকিছু ঠিক থাকলে সকাল ১০ টার মধ্যে বালিয়াটি জমিদার বাড়ী পৌঁছে যাবেন। বালিয়াটি জমিদার বাড়ী্র কাছে হোটেলে দুপুরের খাবার খেয়ে দুপুর ১২ টা ৩০ মিনিটের মধ্যে পাকুটিয়া জমিদার বাড়ীর জন্য যাত্রা করতে পারেন। ১ ঘন্টা পাকুটিয়া জমিদার বাড়ীতে অবস্থান শেষে দুপুর ২ টার দিকে নাগরপুর জমিদার বাড়ী চলে যান। বিকাল ৩ টা ৩০ মিনিট থেকে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত নাগরপুর জমিদার বাড়ীর আশেপাশের কিছু স্থাপনা দেখে ও আড্ডা শেষে ৫ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ভ্রমন শুরু করতে পারেন।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,