For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাটে করোনায় ৬ জনের মৃত্যু

Published : Saturday, 26 June, 2021 at 11:02 AM Count : 109

জয়পুরহাটে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬১ জন।

শনিবার সকাল ১০টা পর্যন্ত মৃত্যুর এ তথ্য জানান সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার শতকরা ১৫ দশমিক ৯২ ভাগ।   

মৃতরা হলেন, জেলা সদরের প্রফেসরপাড়া মহল্লার প্রাইম ভিডিও মালিক আসাদুজ্জামান পিন্টু (৬৫), আবু মাসুম সরদার (৪২), মাষ্টর পাড়া মহল্লার অন্তঃসত্বা নারী প্রিয়াংকা পাল (২৭), মহুরুল গ্রামের সামসুদ্দিন (৭৮), মংগলবাড়ি এলাকার জোসনা বেগম (৪২) ও আক্কেলপুর কবি আতাউর রহমান বিদ্যানিকেতনের শিক্ষিকা অন্তঃসত্বা মিতা রানী (৩২)। 
উপজেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা হচ্ছে- সদর উপজেলায় ১৩ জন, পাঁচবিবি উপজেলায় সাত জন, কালাই উপজেলায় তিন জন, আক্কেলপুর উপজেলায় পাঁচ জন ও ক্ষেতলাল উপজেলায় একজন। 

সিভিল সার্জন বলেন, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোন বিকল্প নেই। করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানের জন্য কালাই ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন চালু করা হয়েছে। 

আগামী মাসের মধ্যে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু করা সম্ভব হবে বলে জানান তত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক।   

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে জয়পুরহাট, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।  

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,