For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গোপালগঞ্জের দুই ইউনিয়নে বিশেষ লকডাউন

Published : Friday, 28 May, 2021 at 6:02 PM Count : 106

করোনা সংক্রমণ রোধে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের তেলিভিটা গ্রামসহ আশপাশের এলাকা ও সাহাপুর ইউনিয়নকে বিশেষ লকডাউনের আওতায় আনা হয়েছে।

আজ শুক্রবার আবার প্রশাসন লকডাউনের বিস্তৃতি বাড়িয়ে দিয়েছেন। 

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাকিবুর রহমান জানান, তেলিভিটা গ্রামের বিভাষ কির্ত্তনীয়া সাতপাড় বাজারে মটর গ্যারেজ ব্যবসায়ী করোনা উপসর্গ ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে গত ২৩ মে মারা যান। এরই জের ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলে তারা স্বাস্থ্য বিভাগকে জানায়। পরে ওই গ্রামের ৯১ জনের নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। 

গত ২৬ মে এর মধ্যে ২৩ জনের করোনা পজেটিভ আসে। পরে তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ কারণে গত ২৬ মে থেকে সকাল থেকে তেলিভিটা গ্রামসহ আশপাশের জনবহুল এলাকা বিশেষ লকডাউনের আওতায় আনা হয়। এছাড়া ওই গ্রামের আরো ৮৭ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ২১ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে একই গ্রামে এ পর্যন্ত ৪৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়লো। আরো কতজন আক্রান্ত হয়েছেন সেটিও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এদিকে, করোনা আতংক ও সংক্রমণ রোধে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ের সাপ্তাহিক হাট বন্ধ রেখেছে সাতপাড় ইউনিয়ন পরিষদ। 
আক্রান্তদের মধ্যে ভারতীয় ভেরিয়েন্ট রয়েছে কি না তা পরীক্ষার জন্য আজ শুক্রবার ঢাকার আইডিইসিইআর-এ নমুনা পাঠানো হচ্ছে বলে নিয়েছেন, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমদ।

তিনি আরো জানিয়েছেন, একটি মেডিকেল টিম ওই গ্রামের সার্বক্ষণিক কাজ করছেন। তারা আক্রান্তদের সংস্পর্শে আসাদের খুঁজে বের করে নমুনা সংগ্রহ ও করণীয় সম্পর্কিত পরামর্শ  দিচ্ছেন। 

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সাতপাড়, বৌলতলী ও সাহাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। বৈঠকে ওই এলাকার ৪টি সাপ্তাহিক হাট, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান আগামী এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার থেকে লকডাউনে থাকা তেলিভিটা গ্রামের ৭০টি পরিবারকে সরকারিভাবে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। 

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৩৭৯১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। মোট সুস্থ হয়েছেন ৩৬১০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১২৮ জন।

-এমএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,