For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গ্লোবাল রোড সেফটি উইক-২০২১ উদযাপন

Published : Tuesday, 18 May, 2021 at 6:33 PM Count : 301

‘স্ট্রিটস ফর লাইফ’ স্লোগানকে সামনে রেখে এ বছর সপ্তাহব্যাপী গ্লোবাল রোড সেফটি উইক-২০২১ উদযাপন করা হয়েছে। ১৭ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিযে দিবসটি পালিত হচ্ছে।

৬ষ্ঠ বারের মত বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে। 

গ্লোবাল রোড সেইফটি উইক-২০২১ পালনে সপ্তাহব্যাপী ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর একাধিক কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের আয়োজনে মঙ্গলবার “Social Media Solidarity”-তে অংশ নেয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ কর্মকর্তাগণ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সড়ক আইন মেনে চলুন, নিরাপদ জীবন গড়ুন” এই বার্তা প্রচার করেন অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাগণ তাদের নিজ নিজ ফেসবুকের মাধ্যমে।

এছাড়া গতকাল ১৭ মে এই ‘Social Media Solidarity"-তে আহ্ছানিয়া মিশেনের স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাগণ ‘গাড়ির গতি নিয়ন্ত্রণ করুন, নিরাপদ জীবন নিশ্চিত করুন’ এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং অংশ নেন।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরসিংখ্যানে বলা হয়েছে যে, বিশ্বে সড়কে প্রতি বছর প্রায় ১.৩ মিলিয়ন মানুষ মারা যায়। বাংলাদেশে ২০২০ সালে সড়ক দুর্ঘটনায়  ৪ হাজার ৯৬৯ জন নিহত ও আহত হয়েছেন ৫ হাজার ৮৫ জন। এসময় মোট ৪০৯২টি সড়ক দুর্ঘটনা ঘটে (পরিসংখ্যান নিরাপদ সড়ক চাই সংস্থা)।

সড়ক দুর্ঘটনার একাধিক কারণ রয়েছে। যেগেুলো হল- দ্রুত গতিতে গাড়ি চালানো, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তভিত্তিকি গাড়ি চালানো, লাইসন্সে ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চালানো, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি এবং রাস্তার পাশে হাটবাজার ও দোকানপাট থাকা, মোটরযানে হেলমেট ব্যবহার না করা, সিটবেল্টের অর্পযাপ্ততা, যানবাহনে শিশুদের জন্য নিরাপদ আসন না থাকা প্রভৃতি।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,