For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ

Published : Thursday, 18 March, 2021 at 9:25 PM Count : 576

বঙ্গবন্ধু শেখ মজিুবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের ত্রিপুরার বিলোনিয়ায় বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিজিবি ফেনী ব্যাটালিয়ন-৪ এবং বিএসএফ ব্যাটালিয়ন-২০০-এর মধ্যকার মৈত্রী ফুটবল ম্যাচটি বিএসএফের সার্বিক ব্যাবস্থাপনায় ভারতের বিলোনিয়ায় অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও সীমান্তে শান্তি রক্ষায় বিজিবি-বিএসএফ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদ্দেশ্যে এই মৈত্রী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএস, ডিজি বিএসএফ শ্রী রাকেশ আস্তানা, এমএলএ, দক্ষিণ ত্রিপুরা শ্রী অরুন চন্দ্র ভৌমিক।
 
বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিএসপি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, সরাইল, ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা, কর্নেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল, এসএসসি, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম এবং অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ।
 
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ ম্যাচটি সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এতে উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন বিজিবি-বিএসএফ কর্মকর্তারা। 
২০ সদস্যের বিজিবি দলের প্রতিনিধিত্ব করেন ফেনী ব্যাটালিয়ন-৪ এর উপঅধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা নিলয়। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এ সময় বিএসএফ মহাপরিচালক বলেন ‘বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল প্রতিযোগিতা ২০২১’-এর মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করার জন্য এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। 

এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বলেন, এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সীমান্তে বিরাজমান সৌহার্দ্য সৃষ্টি হলো।

-এটি/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,