For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পাপুলের আসনে মনোনয়ন জমা দিলেন আ.লীগের নয়ন

Published : Thursday, 18 March, 2021 at 9:02 PM Count : 173

শূন্য হওয়া সাজাপ্রাপ্ত পাপুলের আসনে (লক্ষ্মীপুর-২ রায়পুর) মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

মনোনয়ন জমা দেওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন বলেন, লক্ষ্মীপুর-২ একটি অবহেলিত আসন। দীর্ঘদিন থেকে এ আসনে এমপি নেই। এতে জনগণ সুবিধা থেকে বঞ্চিত। জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন এ এলাকার মানুষের সেবা করার জন্য। 

তিনি বলেন, এমপির কাছে মানুষ আগে আসতো। আমি নির্বাচিত হলে আমার কাছে আসা লাগবে না, আমিই জনগণের কাছে যাবো। আমি এ নীতিতে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে অল্পদিনের মধ্যেই লক্ষ্মীপুর-২ আসনের জনগণের যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে পারবো বলে আমার বিশ্বাস। তৃণমূলের কর্মী আমি। একটি দৃষ্টিনন্দন আসন জনগণকে উপহার দিবো। 

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিলের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলী খোকন ও সামছুল ইসলাম পাটোয়ারী, শামসুল ইসলাম পাটোয়ারী, লক্ষ্মীপুর পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ, নবনির্বাচিত রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ মাস্টার হাওলাদার, সাবেক ছাত্রলীগ সভাপতি চৌধুরী সোহেল,সাবেক সেক্রেটারি রাকিব হোসেন লোটাস। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়ে এমপি পদ হারানো কাজী শহিদ ইসলাম পাপুলের আসনে নৌকার টিকিট পেয়েছেন মি. উইনার খ্যাত নুরউদ্দিন নয়ন। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

তফসিল অনুযায়ী লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ এবং প্রার্থীতা প্রত্যাহার ২৪ মার্চ। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কুয়েতে মানব ও অর্থপাচারের মামলায় এ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের সাজা হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৮ জানুয়ারি কুয়েতে পাপুলের রায় ঘোষণার দিন থেকে আসনটি শূন্য হিসেবে ধরা হয়েছে। ৩ মার্চ উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

-ওএম/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,