For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

তেঁতুলিয়ায় বইপড়া উৎসব

পাঠে পাঠে বঙ্গবন্ধু

Published : Thursday, 11 February, 2021 at 12:17 PM Count : 620

শিক্ষার্থীদের হাতে হাতে বঙ্গবন্ধু। পাঠে পাঠে বঙ্গবন্ধু রচিত ‘কারাগারের রোজনামচা’ ‘অসমাপ্ত জীবনী, আমার দেখা নয়া চীন’  তিনটি বই ও মুক্তিযুদ্ধের ইতিহাস। স্বাধীন দেশের স্থপতি বাঙালি জাতির জনক ‘বঙ্গবন্ধুকে পড়ো-বাংলাদেশকে জানো’-প্রতিপাদ্যে মুজিববর্ষ উদযাপনে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসন আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী বইপড়া উৎসব। বইমেলা না হলেও মুজিববর্ষ জুড়ে চলছে বই পড়া উৎসব। এ উৎসবে শিক্ষার্থীসহ পাঁচ হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছে এই বইপড়া উৎসবে। বই পড়ে জানতে পারছে স্বাধীন দেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন ও রাজনৈতিক দর্শনসহ নানান জানা-অজানার ইতিহাস। 
 
বইগুলো পাঠ শেষে বুক রিভিউয়ের উপর মূল্যায়ন, কুইজ প্রতিযোগিতা ও সেরা পাঠকদের দেয়া হচ্ছে বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার। পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে বই, বাইসাইকেল, স্কুল ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রী। এ আয়োজনে শিক্ষার্থী ও পাঠকরা পাঠ প্রতিযোগিতায় অংশ নিয়ে জানতে পারছেন মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই সাথে গড়ে উঠছে বইপড়ার আগ্রহ। প্রযুক্তি সময়ে হাতে হাতে স্মার্টফোন আসায় বই পাঠে কমে এসেছে আগ্রহ। সেখানে বইপড়ার আগ্রহ তৈরি করতে প্রশাসনের এ পাঠ প্রতিযোগিতা আয়োজন ব্যতিক্রমধর্মী হিসেবে দেখছেন সুশীল নাগরিকরাও।

গত বছর ২৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বই পড়া উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। ওই সময় মহামারি করোনাকালিন সময়ে অলস সময়কে কাজে লাগাতে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া নির্বাচিত ৩’শ জন শিক্ষার্থীর বাড়িতে পৌছে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত বিখ্যাত তিনটি বই। প্রথমধাপে এ আয়োজনে উপজেলার সাতটি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৪টি, ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি দাখিল মাদরাসা, ১টি ফাযিল মাদরাসা ও ৫টি কলেজ থেকে শিক্ষার্থীরা বইপড়া উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসনের এ আয়োজন বেশ সাড়া পেয়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধুকে পড়ো, বাংলাদেশকে জানো' শীর্ষক বই পড়া উৎসবের পুরস্কার বিতরণী। নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা পাঠকদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সরকার মো রায়হান ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু। এ আয়োজন অব্যাহত রাখার ঘোষণায় নতুন নতুন শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বইপড়ার আগ্রহ। আগ্রহ জেগেছে সাধারণ শিক্ষিতজনেরও মধ্যে। তারাও জানতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধে বঙ্গবন্ধুর চেতনার ইতিহাস। 

বই উৎসবে অংশ নেয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী জান্নাত আরা বাকিয়া প্রকৃতি, দশম শ্রেণির ফাহমিদা তাবাসসুম ও মাঝিপাড়া মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির উম্মে কুলসুম লিজা জানায়, বই পড়া উৎসবে অংশ নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। খুব আনন্দ লাগছে। বইপড়া উৎসবে অংশ নিয়ে নিজেদের গর্ববোধ করছি যে, এ আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর লেখা বই পড়ার সুযোগ পেয়েছি। বইগুলোতে জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক, জীবনদর্শনসহ নানান অজানা বিষয় জানতে পেরেছি। নতুন প্রজন্ম হিসেবে এই বইগুলো পড়ে মুজিব চেতনাবোধ তৈরি করে দেয়ায় আয়োজকদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। শিশু শিক্ষার্থী ফারহান লাবিব অর্নব জানান, বই পড়ে খুব মজা পেয়েছি, বঙ্গবন্ধুকে জানতে পেরেছি। আরো পড়বো, আরো জানবো।
এ উৎসবের সমন্বয়কারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন জুলফিকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা- ‘কারাগারের রোজনামচা’ ‘অসমাপ্ত জীবনী, আমার দেখা নয়া চীন’ দূর্লভ ও বিখ্যাত বই। এই বইগুলো পড়ে আমাদের শিক্ষার্থীরা অনেক কিছুই জানতে পারছে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে পড়তে হবে-তা আমরা শিক্ষার্থীদের মাঝে বইপড়তে উদ্বুদ্ধ করছি। 

উপজেলা চেয়ারম্যান বলেন, রাত ছাড়া যেমন দিন ভাবা যায় না, তেমনি বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশকে ভাবা যায় না। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন, রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের মাঝে মুজিবীয় চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরতে এ আয়োজন। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রথম ধাপে এ আয়োজনে ৫ হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বইপড়া উৎসবে অংশ নিয়েছে। এ আয়োজন অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করছি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক ও জীবনদর্শনের চেতনাকে জাগিয়ে তুলতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার  ব্যক্তিদের নিয়ে পাঠচক্রে উদ্বুদ্ধ করতে। বইপড়া আয়োজনের মধ্যে রেখেছি বুক রিভিউ, কুইজ প্রতিযোগিতা ও সেরা পাঠক পুরস্কার। 

এসকেডি/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,