For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শীতার্তদের মাঝে গুলশান অল কমিউনিটি ক্লাবের কম্বল বিতরণ

Published : Sunday, 31 January, 2021 at 10:03 PM Count : 303

‘অল কমিউনিটি ক্লাব লিমিটেড গুলশান ঢাকা’র সহযোগিতায় ও সুহ্নদ সমাবেশ আয়োজনে পাবনার ঈশ্বরদীতে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে স্থানীয় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অল কমিউনিটি ক্লাব লিমিটেড গুলশান ঢাকা’র ডিরেক্টর ও এপারেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু। 

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস প্রধান অতিথি হিসেবে বেলা ১১টায় আনুষ্ঠানিক ভাবে শীতার্তদের হাতে কম্বল তুলে দিয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য দেন বিশেষ অতিথি ঈশ্বরদী থানার ওসি সেখ মো: নাসীর উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজ, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম, রেলওয়ে টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু, সুহ্নদ সমাবেশে সভাপতি আর কে বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, কৃতী ফুটবলার আলী মর্তুজা হারুনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রেসক্লাব চত্বর ছাড়াও পাকশী ইউনিয়নের মন্নবী পাড়া, বাঘইলসহ  উপজেলার কয়েকটি এলাকায় পৃথক আয়োজনে অল কমিউনিটি ক্লাব লিমিটেড গুলশান ঢাকার ডিরেক্টর আশরাফ আলী খান মঞ্জু শীতার্তদের মাঝে আরও ৫০০টি কম্বল তুলে দেন।

কেএম/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,