For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আমি ফেরেস্তা নই : খোকন

Published : Monday, 30 December, 2019 at 5:00 PM Count : 210

আমি মানুষ, ফেরেস্তা না। একজন মানুষ হিসেবে আমার ভুলভ্রান্তি থাকতে পারে বলে মন্তব্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। 

সোমবার (৩০ ডিসেম্বর) নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ব্যর্থতা খুঁজে পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, মৌলিক সমস্যাগুলো সমাধান করতে আমি সক্ষম হয়েছি। আমি অনেকটাই সফল হয়েছি। আমি মানুষ, আমি ফেরেস্তা নই। আমার ভুলভ্রান্তি থাকতে পারে। দশটা কাজ করলে তার দশটাই যে ঠিক হবে সেটা নয়। সেখানে ভুলও থাকতে পারে। সেই ভুলভ্রান্তিগুলো সুধরে আগামীতে যিনি মেয়র হিসেবে দায়িত্ব নেবেন তাকে সহযোগিতা করব।

ডিএসসিসি মেয়র বলেন, বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি।  তাঁর অবর্তমানে আমার অভিভাবক জননেত্রী শেখ হাসিনা।  বাবার অবর্তমানে আমার অভিভাবক নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। আমার জন্য যা ভালো সেই সিদ্ধান্তই নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি। নেত্রীর প্রতিটি সিদ্ধান্তকে হাসি মেনে নিয়েছি, আগামীতেও মেনে নেব।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বে থাকা অবস্থায় ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। আরো কিছু দিন দায়িত্বে আছি। বাকি কাজগুলোকে এগিয়ে নিব। ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। যিনি পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করবেন তিনিও এটিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাকরি। আমার সার্বিক সহযোগিতা তার প্রতি থাকবে। এই শহরের মানুদের নিয়ে চমৎকার ঢাকা গড়ে তুলবো।

আওয়ামী লীগের মনোনীত নতুন প্রার্থীকে (ফজলে নূর তাপস) পূর্ণ সমর্থন করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পুরান ঢাকার ময়মুরব্বি আছেন, প্রধানমন্ত্রী আছেন সকলের সঙ্গে আলোচনা করে এবিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিব।

ঢাকার দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আলোচনা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার (২৯ ডিসেম্বর) দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

সেখানে ডিএসসিসি মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম। ফলে ডিএসসিসির নির্বাচনে মেয়র পদ থেকে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে আতিকুল ইসলামের নাম আবারও ঘোষণা করা হয়। অপরদিকে ডিএসসিসিতে ঘোষণা করা হয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম। প্রথম থেকেই ডিএসসিসির মেয়র সাঈদ খোকনকে নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছিল। বিশেষ করে মনোনয়ন সংগ্রহের দিন খোকন ‘কঠিন সময় যাচ্ছে’ বলে কেঁদে ফেলায় সেই শঙ্কা আরও বাড়ে। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো, ডিএসসিসির নির্বাচনে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন।

এদিকে রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দুই সিটির মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ‘মেয়র সাঈদ খোকনকে সঙ্গে নিয়ে দক্ষিণ সিটির উন্নয়নে কাজ করবে। উত্তর ও দক্ষিণ মিলে আমরা নতুন ঢাকা গড়ব।’

অন্যদিকে ডিএসসিসি নির্বাচনে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় অত্যন্ত খুশি হন ঢাকা ডিএনসিসিতে একই দল থেকে আবারও মনোনয়ন পাওয়া মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত খুশি হয়েছি যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের জন্য বড় অর্জন, বড় পাওয়া। আমরা একসাথে কাজ করব। উত্তর ও দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারব এ প্রত্যাশা ও বিশ্বাস আছে।’

এসআর/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,