দৃশ্যমান হলো পদ্মা সেতুর ২৪শ’ মিটার |
![]() মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারে বসানো হয়েছে ১৬তম স্প্যান। মঙ্গলবার দুপুর ১টায় এই স্প্যান বসানোর মাধ্যমে সেতুর ২৪শ’ মিটার দৃশ্যমান হলো। মঙ্গলবার সকালে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩-ডি স্প্যান মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬শ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন দিয়ে বহন করে নিয়ে যাওয়া হয় পিলারের কাছে। এরপর স্প্যানটি পিলারের ওপর বসানোর জন্য লিফটিং হ্যাঙ্গার প্রক্রিয়া শুরু করে। পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, নদীর গতিপথ স্বাভাবিক থাকায় স্প্যানটি বসানো সম্ভব হয়েছে। এর আগে গত ১৪ অক্টোবর জাজিরা প্রান্তে ২৩-২৪ নম্বর পিলারের ওপর বসানো হয় ১৫তম স্প্যান। ১৫ তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ২ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হয়েছিলো। পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। পদ্মা সেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই মাসেই আরও ২টি স্প্যান বসানো হবে। সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ এবং সেতুর আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ। আগামী ২০২১ সালের জুন-জুলাই মাসে সেতুর কাজ শেষ হবে। -এমএইচএস/এমএ |