For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মুক্তি পেল সারা-রণবীরের ‘সিম্বা’

Published : Friday, 28 December, 2018 at 2:07 PM Count : 801


শুক্রবার মুক্তি পেয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত নির্মাতা রোহিত শেঠি ও  সারা-রণবীর অভিনীত ‘সিম্বা’। জনপ্রিয় তারকা অজয় দেবগনকে নিয়ে রোহিত শেঠির জনপ্রিয় ‘সিংহম’ সিরিজ থেকেই উদ্ভূত এ ছবি। যদিও তেলেগু ছবি ‘টেম্পার’-এর রিমেক, তবে সামান্যই অনুকরণ করা হয়েছে। এ সিনেমার চমক অজয় দেবগন।

চমক রয়েছে আরেকটি। ‘সিম্বা’য় রয়েছেন চলতি মাসের শুরুতে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ দিয়ে বি-টাউনে পা রাখা সুন্দরী সারা আলি খান। প্রথম সিনেমায় অভিনয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। হু হু করে বাড়ছে তাঁর ভক্ত ও অনুরাগীর সংখ্যা।
পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খান।

এই সিনেমায় রণবীর সিংকে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকতা থেকে সৎ কর্মকর্তায় পরিবর্তনের গল্প দেখানো হয়েছে। ট্রেইলারে দেখা যায়, রণবীরের চরিত্রের নাম এসিপি সংগ্রাম ভালেরাও তথা শিবগড়ের সিম্বা। তাঁর উদ্দেশ্য নিজের পকেট ভারী করা। রণবীর সিংকে বলতে শোনা যায়, ‘পুলিশ হয়েছি টাকা কামানোর জন্য, রবিনহুডের মতো রক্ষাকর্তা হতে নয়।’

রণবীর একেবারেই বিবেক বর্জিত পুলিশ। দুই হাতে টাকা কামায় আর প্রেম করে সারা আলি খানের সঙ্গে। অন্যদিকে, খলনায়ক সোনু সুদের সঙ্গেও সখ্য আছে তার। ছবিতে সোনু সুদের নাম বিক্রান্ত কদম।

বিক্রান্ত ও তাঁর পোষা গুণ্ডাদের নানা অপকীর্তি দেখেও এসিপি সংগ্রাম ভালেরাও না দেখার ভান করে।

সবকিছু ঠিক ঠাক চলছিল। কিন্তু দৃশ্যপট বদলে যায় যখন রণবীরের ‘ছোট বোন’ নির্মম ধর্ষণের শিকার হয়। হাসপাতালে যখন ছোট বোন শেষ নিশ্বাস ত্যাগ করছে, রণবীর টের পায় সেই নরকযন্ত্রণা। বুঝতে পারে সোনু সুদের সঙ্গে সেই ধর্ষকের সম্প্রীতি। এর পর সে জেগে ওঠে, ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

এরই মধ্যে ‘সিম্বা’র ‘তেরে বিন’, ‘আঁখ মারে’, ‘আলা রে আলা’ ও ‘মেরাওয়ালা ড্যান্স’ গান মুক্তি পেয়েছে। এ গানগুলো অন্তর্জালে ঝড় তুলেছে। গানে সারা ও রণবীরের রোমান্স দেখে উচ্ছ্বসিত দর্শক। এ ছবির প্রযোজক করণ জোহর ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। সূত্র, অনলাইন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,