For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

যেমন সরকার চান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

Published : Sunday, 23 December, 2018 at 5:01 PM Count : 460

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের ১৩টি মত ‘অভাজনের ইশতেহার’ উপস্থাপন করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।  রোববার দুপুরে ফারুকী তার ফেসবুক ভেরিফায়েড পেইজে জানালেন তিনি কেমন সরকারকে ক্ষমতায় দেখতে চান।  

১. স্বাধীনতার সাতচল্লিশ বছর গেছে। এই জাতি এখন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চায়। আমরা এখন আর দাস নই যে, দু’বেলা ভাতের বন্দোবস্ত হলেই তিনবেলা লাথি সইবো। নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২. কথা বলার এবং বিরোধিতা করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিরোধী মতকে দমন-পীড়ন চলবে না। সেটা গুম, খুন, হাতুড়ি, বা গ্রেনেড কোনো কিছু দিয়েই চলবে না। পাশাপাশি এ যাবৎ কালের সকল গ্রেনেড হামলা, জঙ্গি হামলা, এবং গুম-খুনের বিচার করতে হবে।

৩. সমালোচক মাত্রই শত্রু- এই ফ্যাসিস্ট চিন্তা থেকে বের হয়ে আসতে হবে।
৪. ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো সকল কালাকানুন বাতিল করতে হবে।

৫. সকল প্রকার জঙ্গিবাদ, উগ্রবাদ এবং চরমপন্থার বিকাশ বন্ধ করতে হবে।

৬. পুলিশ বাহিনী সব শাসনামলেই কমবেশি সরকারি দলের ভূমিকা নিয়েছে। সেটা এখন এই পর্যায়ে গিয়ে থেমেছে যে, পুলিশ কর্মকর্তা একটা দলের পক্ষে ভোট চাওয়া শুরু করেছে। পুলিশ বাহিনীকে একটা স্বাধীন এবং আত্মমর্যাদাসম্পন্ন বাহিনী হিসাবে গড়ে তুলতে হবে যার কাজ হবে নাগরিকদের নিরাপত্তা দেয়া, কেবল সরকারের নয়।

৭. আদালত মানুষের শেষ আশ্রয়স্থল। আদালতকে সকল প্রকার প্রভাবমুক্ত হয়ে কাজ করতে দিতে হবে। পাশাপাশি আদলতকেও নিজের মর্যাদা রক্ষা করতে হবে।

৮. ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

৯. বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে হবে। তবে উন্নয়নের সাথে জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।

১০. ব্যাংকিং সেক্টরে সীমাহীন অনিয়মের বিচার করতে হবে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

১১. শিল্পীর কাজের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সকল প্রকার উদ্ভট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেন্সরের হাত থেকে শিল্পীকে রেহাই দিতে হবে।

১২. দেশীয় টিভি চ্যানেল, বিজ্ঞাপন, এবং সিনেমা-বান্ধব নতুন নীতিমালা গ্রহণ করতে হবে।

১৩. মেধার ভিত্তিতে সরকারি চাকরি নিশ্চিত করতে হবে। তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অবশ্যই কোটা রাখতে হবে।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,