For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা

Published : Wednesday, 26 December, 2018 at 11:34 AM Count : 498


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া পেনাং কেদাহ বিএনপি।

মঙ্গলবার পেনাং দেওয়ান ডেলিমা এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইসমাঈল জাবিউল্লাহ সুমনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ গোলাপ হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেনাং কেদাহ বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ইউনুস।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পেনাং কেদাহ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক এমদাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পেনাং কেদাহ বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোহাম্মদ টুটুল, পেনাং মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন দেওয়ানজী, সালেহ আহমেদ, জমারত আলী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী ইউনুস বলেন, 'সারাদেশে ধানের শীষের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে। প্রচারে বাধা দেয়া হচ্ছে। গ্রেফতার, মামলা চলছেই। পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না। কোথাও কোথাও পুলিশের উপস্থিতিতে হামলা করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। সরকার শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। যতই চেষ্টা করুক বিজয় আমাদেরই ইনশাল্লাহ।'

পেনাং প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'জনগণ আর এই অবৈধ সরকারকে চায়না। আপনারা আপনাদের মা-বোনদের বলে দেন তারা যেন ৩০ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে যেন বিজয়ী করে। বিএনপি ক্ষমতায় আসলে দেশে গণতন্র ফিরে আসবে।'

সমাপনী বক্তব্যে পেনাং কেদাহ বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গোলাপ হোসেন বলেন, 'খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ধানের শীষে ভোট দিন। এই জালিম সরকার আমাদের দেশনেত্রীকে বন্দি করে রেখেছে। আপনাদের ভোটের মাধ্যমে আমাদের দেশনেত্রী মুক্তি পাবে। আগামী ৩০ ডিসেম্বর জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে এই অবৈধ সরকারকে জবাব দেবে।

দেশের সর্বস্তরে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

-এএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,