For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ইতিহাস গড়া হলো না টাইগাদের

Published : Saturday, 22 December, 2018 at 8:53 PM Count : 362


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ ছিলো টাইগাদের। কিন্তু তা আর হলো না। সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে ৫০ রানে হেরেছে বাংলাদেশ।

স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১৯০/১০ (১৯.২ ওভার), বাংলাদেশ ১৪০/১০ (১৭ ওভার)।

নিজের শেষ ওভারে সাইফউদ্দিনের উইকেট নিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ৫ উইকেটের স্বাদ পেলেন কিমো পাল। শর্ট বলে খোঁচা লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন সাইফউদ্দিন। ৭ বলে ৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। কিমো পলের পর পর দুই বলে সাজঘরে ফিরলেন লিটন ও আরিফুল। লিটন তেঁড়ে ফুড়ে মারতে গিয়ে ক্যাচ দেন মিড অনে। ২৫ বলে ৪৩ রান করেন এ ওপেনার। ৩৯ রানে জীবন পেয়েছিলেন লিটন। এরপর ৪২ রানে বেঁচে যান রিভিউ নেয়। আরিফুল হক কিমো পলের পরের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন।

ব্যর্থতার মিছিলে যোগ দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিমো পলকে উড়াতে গিয়ে মিড অনে ব্রাফেটের হাতে ক্যাচ দেন ৯ বলে ১১ রান করা মাহমুদউল্লাহ। টাইমিংয়ে গড়বড় করে উইকেট হারিয়েছেন মাহমুদউল্লাহ।

পাওয়ার প্লে’তে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৮৮ রান। বাংলাদেশের সংগ্রহ ৭০ রান। রানের পাশাপাশি উইকেটেও পিছিয়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ১ উইকেটের বিপরীতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট।

প্রথম ম্যাচে রান আউট হয়েছিলেন, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে করলেন বাজে শট। টি-টোয়েন্টি সিরিজে নিজেকে মেলে ধরতে ব্যর্থ উইকেট রক্ষক ব্যাটসম্যান। কিমো পলের সোজা বলে আলগা শটে পয়েন্টে ক্যাচ দেন ৫ বলে ১ রান করা মুশফিক।

ফ্যাবিয়েন অ্যালেনের বল টার্ণের বিপরীতে খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে এলেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। দু'জনই একই পজিশনে, একই ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তাদের আউটে বিপদে বাংলাদেশ। সৌম্য ১০ বলে ৯ ও সাকিব ১ বলে শূণ্য রানে সাজঘরে ফিরেছেন।

টমাসের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু টাইমিং মিসে বল চলে যায় ফিল্ডারের হাতে। ক্যাচ দিয়েও নো বলের কারণে বেঁচে যান ৩৯ রানে থাকা লিটন।

টমাসের ফ্রি হিট লং অন দিয়ে ছক্কা মারলেন লিটন। ৪৭ থেকে বাংলাদেশের রান পৌঁছে গেল ৫৩ রানে। ৩.৫ ওভারে দলীয় পঞ্চাশ রান পেল বাংলাদেশ।

টমাসের বল স্কয়ার লেগে পাঠালেন লিটন। দৌঁড়ে বল তালুবন্দি করে ফেরত পাঠালেন পাওয়েল। বল ফেরত পাঠানোর আগে ৩ রান নিয়েছিলন তামিম ও লিটন। কিন্তু শেষ রানটি আর হলো না! তামিম ক্রিজে ঢুকার আগে উইকেট ভাঙেন শাই হোপ। রান আউটে শেষ তামিমের ইনিংস। ৬ বলে ৮ রানে সাজঘরে ফিরেছেন তামিম।

৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২ উইকেটে ১২০। সেখান থেকে শেষ ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ যোগ করে ৭০ রান। শুরুতে বাজে বোলিং হলেও শেষটায় বাংলাদেশ ছিল দুর্দান্ত। মাহমুদউল্লাহ, মুস্তাফিজ ও সাকিবের দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ জিততে বাংলাদেশের করতে হবে ১৯১ রান। শেষটায় ভালো বোলিং হওয়ায় জয়ের আশায় বুক বেঁধেছে বাংলাদেশ। ৩টি করে উইকেট নিয়েছেন সাকিব, মুস্তাফিজুর ও মাহমুদউল্লাহ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৮৯ রান করেন এভিন লুইস। ৩৬ বলে ৬ চার  ও ৮ ছক্কায় ইনিংসটি সাজান লুইস।

লিটনের থ্রোতে উইকেট ভাঙলেন মাহমুদউল্লাহ। রান আউট টমাস। তার আউটের মধ্য দিয়ে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। টমাস রান আউট হলেন শূণ্য রানে। ইনিংস শেষ হবার ৪ বল আগে শেষ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। ১৯০ রানের বেশি করতে পারল না সফরকারীরা।

সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন অভিষিক্ত শেরফানে রাদারফোর্ড। ৬ বলে ২ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

এগিয়ে এসে সাকিবকে তুলে মারতে গিয়ে স্ট্যাম্পড হলেন অভিষিক্ত ফ্যাবিয়েন অ্যালেন। ৭ বলে ৮ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।

নিকোলাস পুরাণের পর কার্লোস ব্রাফেটকে সাজঘরে পাঠালেন মুস্তাফিজ। জোড়া উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান থামিয়ে রেখেছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের স্লোয়ারে ড্রাইভ করতে গিয়ে গালিতে মিরাজের হাতে ক্যাচ দেন ব্রাফেট। ৭ বলে ৮ রান আসে ব্রাফেটের ব্যাট থেকে।

লু্ইসকে জীবন দিয়ে বড় ইনিংস খেলার সুযোগ করে দিয়েছিলেন আবু হায়দার। সেই ভুল শুধুরে নিলেন দারুণ এক ক্যাচে। নিকোলাস পুরাণকে সাজঘরে পাঠিয়েছেন দুর্দান্ত এক ডাইভিং ক্যাচে। মুস্তাফিজের বলে তুলে মারতে গিয়ে ডিপ থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন পুরাণ। দৌড়ে ডাইভ দিয়ে বল তালুবন্দি করেন রনি। ২৪ বলে ২৯ রান আসে পুরাণের ব্যাট থেকে।

মাহমুদউল্লাহর বল মিড উইকেট দিয়ে উড়াতে গিয়ে সীমানায় লিটনের হাতে ক্যাচ দেন রোভম্যান পাওয়েল। ১৬ বলে ১৯ রান তুলে সাজঘরে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক। ডানহাতি এ ব্যাটসম্যানকে ফিরিয়ে তৃতীয় উইকেটের স্বাদ পেলেন মাহমুদউল্লাহ।

সাকিবের লেন্থ বল লং অফ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন নিকোলাস পুরাণ। ১৪৭ থেকে ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান পৌঁছে গেল ১৫১ এ। ১৩ ওভারে দলীয় দেড়শ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

মাহমুদউল্লাহর করা প্রথম বলেই এলবিডব্লিউ হেটমায়ার। ‘গোল্ডেন ডাক’ হেটমায়ারের। দুই বলে দুই বড় উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ।

‘ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম’- মাহমুদউল্লাহর কথাই আবার আসছে। বিপদজনক এভিন লুইসকে নিজের প্রথম ওভারেই ফেরালেন মাহমুদউল্লাহ। ডানহাতি অফস্পিনারের বলে স্লগ সুইপ করতে গিয়ে বল মিস করেন ‍লুইস। ৩৬ বলে ৮৯ রানে সাজঘরে ফিরেছেন লুইস। ৬ চার ও ৮ ছক্কায় সাজান ইনিংসটি। বিপদজনক এ ব্যাটসম্যানকে ফিরিয়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

ঝড় তুলতে পেস অলরাউন্ডার কিমো পালকে তিনে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হাসেনি তার ব্যাট। ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি ব্যাটসম্যান। মুস্তাফিজের বল উড়াতে গিয়ে ডিপ স্কয়ার লেগে আরিফুলের হাতে ক্যাচ দেন পল। 

পাওয়ার প্লে’তে ৮৮ রান তুলে বড় সংগ্রহের দারুণ ভিত পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৬ ওভারে বাংলাদেশ কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

৮৫ উইকেট নিয়ে আজকের ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব। হোপের উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের তালিকায় তিনে উঠেছেন সাকিব। ৯৮ উইকেট নিয়ে সবার ওপরে শহীদ আফ্রিদি, ৯২ উইকেট নিয়ে দুইয়ে লাসিথ মালিঙ্গা। ৮৫ উইকেট নিয়ে যৌথভাবে সাকিবের পাশে ছিলেন উমর গুল ও সাঈদ আজমল।

প্রথম পাঁচ বলে ১৩ রান দিলেও শেষ বলে উইকেটের স্বাদ দিলেন সাকিব। হোপকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত করেন সাকিব। ১২ বলে ২৩ রান করেন দুর্দান্ত ফর্মে থাকা হোপ।

১৮ বলে ফিফটির স্বাদ পেলেন এভিন লুইস। ইনিংসটি সাজাতে ৩ চার ও ৫ ছক্কা মেরেছেন বিস্ফোরক ব্যাটসম্যান।

বোলিংয়ে ব্যয়বহুল, ফিল্ডিংয়ে নড়বড়ে আবু হায়দার রনি। এভিন ‍লুইস ঝড়ে রনি প্রথম দুই ওভারে ব্যয় করেন ৩৯ রান। চতুর্থ ওভারে তাকে ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু ক্যাচ মিস করে লুইসকে জীবন দেন রনি। মিরাজের বলে স্লগ সুইপ করতে গিয়ে রনির হাতে ক্যাচ দেন ৪৮ রান করা লুইস।

চতুর্থ ওভারে বোলিংয়ে পরিবর্তন আনলেন সাকিব। শাই হোপ চার মেরে স্বাগত জানালেন মেহেদী হাসান মিরাজকে। ৩.১ ওভারে দলীয় পঞ্চাশ রান পায় ওয়েস্ট ইন্ডিজ।

চার হাফ ভলিতে চার ছক্কা এভিন লুইসের। আবু হায়দার রনির করা তৃতীয় ওভারে বাঁহাতি ওপেনার চার ছক্কা হাঁকান লং অফ দিয়ে। প্রথম ওভারে ১২ রান দেওয়া রনি নিজের দ্বিতীয় ওভারে দেন ২৭ রান। তিন ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৪৭।

এর আগে টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ড্যারেন ব্রাভোর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শেরফানে রাদারফোর্ড।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, শেরফানে রাদারফোর্ড, নিকোলাস পুরাণ, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশানে টমাস।

-এমএ

≫ টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি
≫ টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,