For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়'

Published : Saturday, 22 December, 2018 at 8:31 PM Count : 293


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'এখন বিএনপি অযৌক্তিকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এটা এখন তাদের চারিত্রিক বৈশিষ্টে পরিণত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময়ই অবাস্তব কথা বলেন। তারা নির্বাচন কমিশনকেও প্রশ্নবিদ্ধ করতে চায়।'

শনিবার দুপুরে ভোলা শহরের বাংলাস্কুল মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তোফায়েল বলেন, '২০১৩ সালে দেশে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হলো, ভোটের দিন বিএনপি বলেছিলো কারচুপির মাধ্যমে তাদের হাড়িয়ে দেয়া হচ্ছে। পরে দেখা গেল বিএনপি জয় লাভ করেছে।'

ঐক্যফ্রন্টের সমালোচনা করে তিনি বলেন, 'নীতি ও আদর্শহীনদের নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। এই নীতি আদর্শহীন মানুষকে বাংলার জনগণ পছন্দ করেনা। জনগণ ৩০ তারিখে ব্যালেটের মাধ্যমে তাদের জবাব দেবে।'

মন্ত্রী বলেন, '২০১৪ সালে তারা পেট্রোল বোমা মেরে, মানুষ খুন করে, মায়ের বুক খালি করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছিলো। এর আগেও তারা ২০০৮ ও ২০১০ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলো। কিন্তু তারা সফল হয়নি।'

তিনি বলেন, 'সারাদেশে এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে। আমরা ঘরে ঘরে, গ্রামে গ্রামে মানুষের কাছে নির্বাচনের প্রচারণা চালাচ্ছি। দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ৩০ ডিসেম্বর তাদের ভোট প্রয়োগ করতে প্রস্তুত রয়েছেন।'

এ সময় পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় নৌকা প্রতীকের প্রচারণায় পৃথক দুটি পথসভায় বক্তব্য রাখেন।

এছাড়া, বিকেলে ভোলা-১ আসনের বিভিন্ন ইউনিয়নে ও পৌর এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় থাকে, তখনই অবহেলিত এই জনপদের মানুষের উন্নয়ন হয়। পরিবর্তন আসে জীবনমানের। ইতোমধ্যে সরকারের একান্ত প্রচেষ্টায় এখানকার প্রধান সমস্যা নদী ভাঙ্গন রোধ করা গেছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ভোলাকে দেশের মূল ভূখন্ডের সঙ্গে সমৃক্ত করার জন্য ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে।'

তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান নৌকা প্রতীকের ভোলা-১ আসনের এই প্রার্থী।

-এএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,