For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আ'লীগ সরকার ক্ষমতায় গেলেও জনগণের পাশে থাকে: দীপংকর তালুকদার

Published : Monday, 17 December, 2018 at 6:35 PM Count : 348

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গেলেও জনগণের পাশে, না গেলেও জনগণের পাশে থাকে উল্লেখ করে আসন্ন সংসদ নির্বাচনের রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য অঞ্চলে নৌকা মার্কা মানেই শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন।  পার্বত্য অঞ্চলে যা কিছু উন্নয়ন হয়েছে আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে।  

অন্যদিকে জনসংহতি সমিতির স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার নির্বাচনী প্রচারে বিভিন্ন সভা-সমাবেশে উন্নয়নের নামে মিথ্যাচার করছে।  তিনি সংসদ সদস্য হওয়ার পর রাঙামাটি কোথাও একটি ইটও ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন।  জনগণকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে।  এসময় তিনি জনবিচ্ছন্ন প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বানও জানান।

সোমবার রাঙামাটি জুরাছড়ি উপজেলার সদরে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসংযোগ ও সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি পার্বত্য পার্বত্য শান্তি চুক্তি নিয়ে বলেন, চুক্তি স্বাক্ষরকারী পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস)’র সংগঠনের নেতারা শান্তি চুক্তির স্বপক্ষের শক্তিদের গুম, অপহরণ, হত্যাসহ নানাভাবে অত্যাচার করছে।  অন্যদিকে পার্বত্য চুক্তির বিরোধীকারী সংগঠন ইউপিডিএফ ও জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সঙ্গে সক্ষতা করছে।  যার কারণে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে বাধাগ্রস্ত হচ্ছে ও পার্বত্য অঞ্চলে অশান্তি লেগেই আছে।  
সর্বশেষ সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কাণ্ড তুলে ধরে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় ও অবৈধ অস্ত্র উদ্ধার জোড়দার করতে, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনসাধারণকে আহবান জানান।

জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তন চাকমার সভাপতিত্বে পথসভা নৌকার প্রার্থী দীপংকর তালুকদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় চাকমা ক্যারল, সাংগঠনিক জমির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পথসভার আগে ও পরে সদর উপজেলাসহ চকপটি ঘাট, বনযোগীছড়া ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন দীপংকর তালুকদার। 

এমএমকে/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,