For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নুহাশ পল্লীকে বনের জমি ছাড়তে বনবিভাগের নোটিশ

Published : Thursday, 15 November, 2018 at 12:17 PM Count : 331

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রাণের নুহাশ পল্লীর ভেতরে ও প্রবেশপথে বনের জমির দখল ছাড়তে বনবিভাগ সাত দিনের সময় দিয়ে এক নোটিশ প্রদান করেছে। এছাড়া ওই দখল উচ্ছেদে সংশ্লিষ্ট বিভাগে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে বনবিভাগ। দুদকও বিষয়টি ইতিমধ্যে অনুসন্ধান করতে তথ্য চেয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনবিভাগের রাথুরা বিট কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভুইয়া বলেন, গত বছর আমার আগের বিট কর্মকর্তা এসএম আনিসুর রহমান নুহাশ পল্লীর সীমানাপ্রাচীরের ভেতরের আমবাগানে পিরুজালী মৌজার সিএস ৬৭ ও আর এস ৭৩দাগের ৬০শতাংশ বনের জমি জরিপ করে চিহ্নিত করেন এর প্রবেশ পথেও সংরক্ষিত বনের জমি রয়েছে। বিভাগীয় বনকর্মকর্তার (ডিএফও) নির্দেশে সংরক্ষিত বনের জমি রক্ষার্থে সম্প্রতি নুহাশ পল্লীর প্রবেশ পথে খুটি পুতে দেয়া হয়েছে এছাড়া আমবাগানে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।
ওই জবরদখলকৃত বনভূমি, স্থাপনাসহ বাগান সরিয়ে নিয়ে সাত দিনের মধ্যে বনবিভাগের কাছে বুঝিয়ে দিতে বিভাগীয় বনকর্মকর্তার এক নোটিশ মেহের আফরোজ শাওনের কাছে পাঠানো হয়েছে।

গত ২৫ অক্টোবর স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে জমি বুঝিয়ে না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

ভাওয়াল মির্জাপুর ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, উল্লেখিত দাগে বনের জমি রয়েছে।

এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জীব কুমার দেবনাথ বলেন, উল্লেখিত জমি ২ নম্বর খাস খতিয়ানভুক্ত বনের জমি। পিরুজালী মৌজায় আর এস ৭৩ নম্বর দাগে নুহাশ পল্লীতে ৩০শতাংশ বনের জমি থাকার তথ্য পাওয়া গেছে।

বনবিভাগের নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে হুমায়ুন পত্নী মেহের আফরোজ শাওন বলেন, আমি বনবিভাগের চিঠিটি ১২ নভেম্বর হাতে পেয়েছি। যাতে বলা আছে বনবিভাগের জমিটি দখল ছেড়ে তাদের বুঝিয়ে দিতে। বিষয়টি নিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে সিদ্ধান্ত নিতে সময় চেয়ে চিঠি দিয়েছি। এ নিয়ে আমি একা সিদ্ধান্ত নিতে পারব না। পরিবারের সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে তাদের দাবীকৃত নুহাশপল্লীর ভেতরে আমবাগানের অংশটি তাড়ের বেড়া দিয়ে আলাদা করে দেয়া হয়েছে। আমরা নুহাশপল্লীতে প্রবেশ পথটি কিভাবে একটা নিয়মের মধ্যে আনতে পারা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা কামনা করেন শাওন।

বুধবার বদলী হয়ে যাওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, সম্প্রতি নুহাশ পল্লীসহ একাধিক স্পটে বনবিভাগের জমি রয়েছে কিনা দুদক অনুসন্ধানের জন্য তার তথ্য চেয়েছে।  

আরইউ
 

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,