মায়ের সাথে রাগ করে যুবকের মৃত্যু
Published : Wednesday, 2 October, 2024 at 7:22 PM Count : 167
চট্টগ্রামের বোয়ালখালীতে মায়ের সাথে রাগ করে বিষপানে মৃত্যু হয়েছে হৃদয় (২০) নামের এক যুবকের।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দরবার দিঘী এলাকার দেওয়ান আলী মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকালে ঘর গোছানো নিয়ে মায়ের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে সবার অগোচরে গিয়ে বিষ পান করে। তাকে অনেক সময় দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজির পর ঘরের পেছনে বিষপান রত: অবস্থায় পেয়ে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
হৃদয় স্থানীয় মাছ শ্রমিক মোহাং বাবুলের ছেলে। এক ছেলে এক মেয়ে মধ্যে হৃদয় বড়। হৃদয় পেশায় ট্রাকচালক ছিলেন।
একে /এসআর