সরিষাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নিতকরণের দাবিতে মানববন্ধন
Published : Wednesday, 2 October, 2024 at 7:19 PM Count : 119
জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড নির্ধারণসহ শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মনসুর স্বপন, চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মোকাদ্দেস, হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, শিশুয়া-বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান তরফদার প্রমুখ।
পরে শিক্ষক নেতারা সরকারি অন্যান্য চাকরির তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বৈষম্য দূরিকরণে প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড থেকে ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেড নির্ধারণসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
জেডজেড/এসআর