সোনারগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার
Published : Sunday, 29 September, 2024 at 7:12 PM Count : 234
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছেন।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ৫৪ ধারায় রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে সোনারগাঁও থানা পুলিশ। পরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আতাউর রহমান হাবিবপুর গ্রামের আব্দুর হাকিমের ছেলে।
গ্রেপ্তারকৃত আতাউর রহমানের বিরুদ্ধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গায় গড়ে উঠা ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া বিচার সালিসের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে যৌথবাহিনী আটক করে থানায় সোপর্দ করেন। পরবর্তীতে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, সোনারগাঁও থেকে যৌথ বাহিনীর অভিযানে আতাউর রহমান নামের একজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তার বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এইচএমআর/এসআর