For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সিলেট-আখাউড়া রেলের জমিতে গড়ে উঠেছে বাণিজ্যিক স্থাপনা

Published : Friday, 27 September, 2024 at 6:06 PM Count : 151

রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে ষ্টেশন এলাকায় রেলওয়ের ভূ-সম্পত্তি কৃষি বন্দোবস্ত নিয়ে গড়ে তুলেছেন বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব নির্মিত বাসা-বাড়ী ও দোকান কোঠা খন্ডাংশ করে লোকজনের কাছে বিক্রি ও ভাড়া দিয়েও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন চক্রটি। সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিপুল পরিমাণের রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার সাথে সাথে কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হচ্ছে।

এদিকে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৩০ অক্টোবর শমসেরনগর রেলওয়ে ষ্টেশনের আশপাশ এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করবেন।

জানা যায়, একটি প্রভাবশালী মহল উপজেলার শমশেরনগর ও ভানুগাছ রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকার রেলওয়ের কৃষি জমি বন্দোবস্ত নেওয়া জমির সাথে পরিত্যক্ত জমি নিজেদের দখলে নিয়েছেন। প্রভাবশালীদের কেউ কেউ এসব কৃষি জমিতে দালান-কৌটাও নির্মাণ করছেন। আবার কেউ কেউ অন্য লোকদের কাছে অবৈধ ভাবে চড়া দামে বিক্রিও করছেন। এসব জমি কিনে লোকজন স্থায়ীভাবে বসতঘর নির্মাণ করছেন। এছাড়াও প্রভাবশালীরা টিনসেড,পাকা ও আধা পাকা ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এসব ঘরে নিম্ম আয়ের লোকজন ভাড়া নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কৃষিজমির সবচেয়ে বেশি বাণিজ্যিক স্থাপনায় করা হয়েছে শমশেরনগর ও ভানুগাছ স্টেশন এলাকায়। ফলে প্রভাবশালীদের অবৈধ দখলে রেলের কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হওয়ায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিপুল পরিমাণের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলওয়ের পূর্বাঞ্চলীয় ওই জোনের বিভিন্ন ষ্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে নির্মিত দালান। বিভিন্ন ষ্টেশনে কর্মরত মাষ্টার ও প্রকৌশলী বিভাগের লোকজন নিজেদের বসবাস করা বাসা সমূহ অন্যদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে টাকা উপার্জন করছেন। আবাসিক কোয়ার্টারে বাইরের লোকজন বসবাস করলেও সেখানে সরবরাহকৃত পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগকে।
বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পূর্ব) সুজন চৌধুরী বলেন, ‘কৃষিজমি লিজ নিয়ে বাণিজ্যিক স্থাপনা করার কোনো সুযোগ নেই। আমাদের বিশাল এলাকা রয়েছে। অভিযান চলছে। জনবল কম থাকায় নিয়মিত অভিযান পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে। এবিষয়েও ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করা হবে।’

অপরদিকে, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আব্দুস সোবহান ৮সেপ্টেম্বর স্বাক্ষরিত পত্রে ৫৪.০১.০০০০.২১৩.১৮.০০৯.১৮.১৩৭ আগামী ৩০ অক্টোবর শমসেরনগর রেলওয়ে ষ্টেশন ও তার আশপাশ এলাকার অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করার কথা রয়েছে।

এসএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,